ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

হিলিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
হিলি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০২ পিএম  (ভিজিট : ১৭১১)
দিনাজপুরের হাকিমপুর হিলি স্টেশন ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠ নামক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ট্রাকের ধাক্কায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে মাথা থেতলিয়ে গিয়ে ঘটনা স্থলে রবীন্দ্রনাথ সরকার (৩৮) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আটটায় হাকিমপুর উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া বাজারে থেকে ৩০০-৪০০ গজ দূরে বিরামপুর রোডে ঈদগাহ মাঠ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এঘটনায় ঘাতক ট্রাক ও তার চালক পালিয়ে গেছে। নিহত রবীন্দ্রনাথ সরকার রংপুরে ব্র্যাকে কর্মরত ছিলেন।

নিহত মোটরসাইকেল আরোহী (চালক) পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের পূরনা চন্দ্র নাথ সরকার এর ছেলে রবীন্দ্রনাথ সরকার (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছায়েম মিয়া।
 
তিনি জানান, আজ প্রায় সারাদিন এই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। রংপর কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসার পথে রাত আটটা নাগাত উপজেলার ডাঙ্গাপাড়া বাজার থেকে একটু দূরে ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা ঘাতক ট্রাক মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মাথার উপর দিয়ে ট্রাকের চাকা যাওয়ায় নিহতের মাথা থেঁত লিয়ে গিয়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি উপরোক্ত স্থানে সড়ক দূর্ঘটনায় চালক নিহত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছিয়ে যায়।  মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পকেটে থেকে পাওয়া প্রয়োজনীয় কিছু কাগজ দেখে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি বেসরকারি এনজিও ব্র্যাকে চাকরি করেন। বর্তমানে রংপুরে কর্মরত আছেন। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি কাটাতে মোটরসাইকেল যোগে বাড়িতে আসার পথে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। 

সময়ের আলো/জিকে




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com