ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

পরিণীতি-রাঘবের রাজকীয় বিয়ে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১:০৮ এএম  (ভিজিট : ২০৮)
জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য রাঘব চাড্ডা। গত মে মাসেই ধুমধাম করে বাগদান সেরেছিলেন এ জুটি। এবার সারবেন ডেসটিনেশন ওয়েডিং। দিল্লিতে দুদিন আগেই শুরু হয়ে গেছে রাঘব-পরিণীতির প্রাক-বিয়ের অনুষ্ঠান।

গতকাল শুক্রবার সকালে ভারতের উদয়পুরের উদ্দেশে রওনা দেন এই বর-কনে। দিল্লি এয়ারপোর্টে এদিন লেন্সবন্দি হন এ তারকাজুটি। লাল রঙা জ্যাম্পস্যুটে ঝলমল করলেন পরিণীতি, গায়ে জড়িয়ে রেখেছিলেন গোলাপি রঙা শাল। নায়িকার মনের মানুষের দেখা মিলল কালো টি-শার্ট আর ব্লু ডেনিমে।

আজ শনিবার ওয়েলকাম লাঞ্চের মাধ্যমে দুপুর থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। সংগীতানুষ্ঠানে থাকছে চমক, রয়েছে নব্বইয়ের দশকের আদলে একটি থিম পার্টি। এর সঙ্গে সম্পন্ন হবে পরিণীতির চূড়ান্ত সেরিমনি। আগামীকাল রোববার রাজস্থানের উদয়পুরে হোটেল লীলা প্যালেসে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। রাঘবের সেহরাবন্দির মাধ্যমে শুরু হবে বিয়ের আসর। ঘোড়ায় চড়ে নয়, সজ্জিত নৌকায় দ্য লীলা প্যালেসে পৌঁছাবেন রাঘব। তার গলায় মালা পরিয়ে দেবেন নায়িকা পরিণীতি। 

রাজকীয় এই বিয়েতে হাজির হবেন রাজনীতি ও ফিল্ম জগতের তারকারা। রাজকীয় এই বিয়েকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের ১৫টি স্থানে চেক পয়েন্ট বসানো হয়েছে। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

সূত্রটির তথ্যমতে, বিয়ের ভেন্যুতে ১০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। হোটেল লীলার পাশে অবস্থিত পিচোলা লেক। এই লেকের মাঝখানে বিয়ের মঞ্চ তৈরি করা হয়েছে। এর চারপাশে পাঁচটি নৌকায় থাকবেন নিরাপত্তারক্ষীরা।

বিয়ের গোপনীয়তা রক্ষার জন্য হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করা হয়েছে। হোটেলের স্টাফ ছাড়া আগত অতিথিদের স্ক্যান করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিয়ের ছবি ভিডিও যাতে ফাঁস না হয়, সেজন্য অতিথিদের মোবাইল ফোন নীল রঙের টেপ দিয়ে মোড়ানো হবে। কেউ এটি সরিয়ে ফেললে একটি তীরচিহ্ন দেখা যাবে। এতেই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারবেন ফোনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অতিথি ছাড়াও হোটেলের স্টাফ, সাজসজ্জাকর্মী, সাউন্ড সিস্টেম কর্মী, শেফদের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করা হবে।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার সন্ধ্যায় উদয়পুরে পৌঁছাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তা ছাড়াও অন্যান্য রাজনীতিবিদও বিয়েতে অংশ নেবেন। পরিণীতির বিয়েতে যোগ দেবেন তার চাচাতো বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, করণ জোহর, মনীষ মালহোত্রা, টেনিস তারকা সানিয়া মির্জা প্রমুখ।

উল্লেখ্য, গত মার্চ মাসে মুম্বাইয়ে বিলাসবহুল একটি গাড়ি থেকে নামতে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘবকে। দুজনে একসঙ্গে ডিনার করতে একটি রেস্তোরাঁয় যান। এ সময়ের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোচনায় উঠে আসেন এই জুটি। ভারতীয় একটি সংবাদ সংস্থার দাবি, দুই জগতের দুই তারকা কলেজ জীবনের বন্ধু। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তারা। পরিণীতি চোপড়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় এটি। ২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৫০ কোটি রুপি।


সময়ের আলো/আরএস/ 


আরও সংবাদ   বিষয়:  রিণীতি চোপড়া   বিয়ে  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com