ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

লেবাননের উপকূলে ডুবন্ত নৌকায় ২৭ জন উদ্ধার
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৩০ পিএম  (ভিজিট : ৫১৫)
লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে ডুবন্ত এক নৌকায় ২৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির সেনা সদস্যরা। রোববার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত রাবারের নৌকা থেকে ২৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এই অভিবাসন প্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার এ অভিবাসন প্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি। সাগরপথে সাইপ্রাস থেকে চেক্কার দূরত্ব ১৭৫ কিলোমিটার।

এ অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এরই মধ্যে এই চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

/আরএ




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com