প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৯ পিএম (ভিজিট : ৩৭৮)
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্নি কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১ তম আত্মাহুতি দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, চট্টগ্রাম জেলা শাখা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে পাহাড়তলী প্রীতিলতার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ। প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন শোষণে এ দেশের মানুষ নিষ্পেষিত ছিল। মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতারা দেখিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের সূর্যও অস্ত যায়। চট্টগ্রাম এর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে সেদিন দেশমাতৃকার জন্য প্রীতিলতার যে আত্মত্যাগ সেটা পরবর্তীতে ব্রিটিশদের থেকে স্বাধীনতা সংগ্রাম তরান্বিত করেছিল।
অগ্নিযুগের বিপ্লবীরা আমাদেরকে সেই অনুপ্রেরণা দেয়, যে কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। বক্তারা আরও বলেন বর্তমান তরুণ প্রজন্মের কাছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদদের সঠিক ইতিহাস শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে তুলে ধরতে হবে।
/আরএ