ই-পেপার শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪

১০ জন নিয়ে ৬ ম্যাচে জয়ের স্বাদ নিলো ম্যানসিটি
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১:৪৫ পিএম  (ভিজিট : ৪৫৮)
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তারা ২-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো পোক্ত হলো সিটির। ইতিহাদ স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে খেলতে ম্যাচের ৭ম মিনিটেই পেনাল্টি এরিয়া থেকে বাম পায়ের শটে সিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। ১৪ তম মিনিটে ম্যাথু হানসের ক্রস থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড।

প্রথমার্ধের বাকি সময়ে কয়েক দফা আক্রমণ করেও সফলতা পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ফলে ২-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই উগ্র আচরণের অপরাধে সিটির খেলোয়াড় রদ্রিকে লালকার্ড দেখান রেফারি। ১০ জনের সিটির বিপক্ষে এরপরই আক্রমণাত্মক হয়ে উঠে নটিংহ্যামের ফুটবলাররা। গোলপোস্টে কয়েক দফা আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। এবারের মৌসুমে ৬ ম্যাচ খেলে ৬টিতেই জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। ১৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

/এএ/আরএ




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close