ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

হবিগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ২:৩৪ পিএম  (ভিজিট : ৪৩১৯)
হবিগঞ্জের মাধবপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলো বাহুবল উপজেলার হিমারাগা এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে মো. রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার মো. দানু মিয়ার ছেলে ছালেহ আহমদ (৩৩), একই এলাকার আমরু মিয়ার ছেলে আল আমিন (২৯), লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) ও মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮)।

এ সময় তাদের কাছ থেকে রামদা, দা, ছুরি, রশি ও রড কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান জানান, শনিবার দিবাগত গভীর রাতে একদল ডাকাত মহাসড়কের উল্লেখিত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) আটককৃতদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে।

/আরএ




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com