ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

খালেদা জিয়ার জন্য সমাবেশ: জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৭ পিএম  (ভিজিট : ১৫৮)
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ চলছে নয়াপল্টনে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীরা সমাবেশস্থল নয়াপল্টনে জড়ো হচ্ছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর তিনটায় আনুষ্ঠানিকভাবে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। কয়েকটি খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। যেখানে এখন অঙ্গ সংগঠনেরা নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। এর আগে মঞ্চে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। নেতাকর্মী তাদের নেত্রীর মুক্তিতে নানা স্লোগান দিচ্ছেন। ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকার আশপাশ থেকেও নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এছাড়া সরকার বদলের এক দফা দাবিতেও স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুই দফায় কেবিন থেকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এনে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসায় তাকে বিদেশে পাঠাতে বারবার পরামর্শ দিচ্ছে মেডিকেল বোর্ড।

/আরএ




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com