প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২২ পিএম (ভিজিট : ২৬০)
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতেও কাজ করছে সরকার।
রোববার (২৪ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।
হুইপ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রযুক্তির অগ্রগতি ঘটাতে সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে শিক্ষাসামগ্রী সরবরাহের কাজ শুরু করেছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অবিভাবকদের প্রতি আহ্বান জানান।
রোববার সকালে হুইপ মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা সদর উপজেলার মেগডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ২ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে এ সম্প্রসারণ ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সময়ের আলো/জেডআই