ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

কালিয়াকৈরে সড়ক ভেঙে চরম দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪০ পিএম  (ভিজিট : ৩৫৭৯)
গাজীপুরের কালিয়াকৈরের টান কালিয়াকৈর হইতে ঘাটাখালি নদের পাশ দিয়ে চলা সড়কটি লতিফপুর পরাতন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সংযুক্ত। এ সড়কের পাশে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কটি হঠাৎ ভেঙে যাওয়ায় চরম দুভোর্গে পড়েছেন শিক্ষার্থী সহ কয়েকটি গ্রামের মানুষ। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে এমনি চিত্র দেখা য়ায়।

জানা গেছে, শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে হঠাৎ করে উপজেলার টান কালিয়াকৈর ঘাটাখালি নদের পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটি ভেঙে যায়। ওই সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী সহ হাজারো মানুষ আসা-যাওয়া করে। যার ফলে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়াও কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কটি ভেঙে যাওয়ায় বেশি দুভোর্গে পড়েছেন রোগী ও শিক্ষার্থীরা।

সড়কটির পাশে দিয়ে বয়ে গেছে ঘাটাখালি নদ। ফলে সড়কটি ভেঙে কিছু অংশ নদে চলে যায়। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে গিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। অনেকেই ধারণা করছে অতি বৃষ্টির কারণে সড়কটি ভেঙে গেছে। তবে সড়কটি মেরামতের পৌরসভার তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি।

রাতুল, ইমরান, আকাশ নামে শিক্ষার্থীরা জানান, সড়কটি ভেঙে যাওয়ায় সময়মতো স্কুলে যেতে পারছেন না। বাস থেকে নেমে অনেক দূর হেটে স্কুলে যেতে হচ্ছে। ফলে সময়মতো ক্লাশে উপস্থিত হতে পারছিনা। তাই সরকারের কাছে দ্রুত সড়কটি মেরামতের দাবি শিক্ষার্থীদের।

আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব জলিলুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আগামীকাল রাস্তার কাজ করা হবে।

কালিয়াকৈর পৌরসভার চেয়ারম্যান মজিবুর রহমান জানান, নদের স্রোতের কারণে হয়তো সড়কটি ভেঙে গেছে। তবে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রয়েছে তাকে আমি পরিদর্শন করতে বলবো। এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com