ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

অক্টোবরের শেষে চলমান সব মেগা প্রকল্পের উদ্ধোধন করা হবে : কেসিসি মেয়র
মোংলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৯ পিএম  (ভিজিট : ৯৭)
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ফেসের উদ্ধোধন করা হবে আগামী অক্টোবর মাসের শেষের দিকে। ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী যৌথভাবে এই বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করবেন। এছাড়া দেশের চলমান সকল মেগা প্রকল্পেরও আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ সেপ্টেম্বর) খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সাংবাকিদের এ কথা জানান।

বাগেরহাটের মোংলায় বিশুদ্ধ পানির প্ল্যান্ট উদ্ধোধন শেষে তিনি এ কথা বলেন। তালুকদার খালেক বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র যাতে না হয় এক শ্রেণীর মানুষ সেই চেষ্টা করেছিল। কিন্তু তারা তা পারেনি-উল্লেখ করে তিনি বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বিদ্যুৎকেন্দ্রটি করা হয়েছে। এখানকার উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এজন্য দেশে বিদ্যুতের অনেক ঘাটতি কমেছে। প্রতিটি ঘরে ঘরে এখন শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফসিপিএল) ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি করেছে জানিয়ে, তালুকদার খালেক বলেন, মোংলা-রামপাল এলাকায় এই কোম্পানিটি এখন বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করছে। এলাকার ১১টি স্থানে ‘রিভোর্স অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ স্থাপন করে সুপেয় পানির ব্যবস্থা করছে কোম্পানিটি। এজন্য তাদের কাছে কৃতজ্ঞ।

রোববার দুপুরে মোংলা উপজেলার বুড়িযাঙ্গা ইউনিয়নে বিশুদ্ধ পানির এসব প্লান্ট উদ্ধোধন অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ছাড়াও বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির প্রধান মহা-ব্যবস্থাপক শান্তনু কুমার মিশ্র, মহা-ব্যবস্থাপক মঙ্গলা হারির্নান, উপ মহা-ব্যবস্থাপক আনোয়ারুল আজিম, ব্যবস্থাপক তরিকুল ইসলাম, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল তাহের হাওলাদার, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ স্থানীরা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com