ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

বরিশালে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় সহকারী ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা
বরিশাল ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৭ পিএম  (ভিজিট : ৩৫৫১)
বরিশালে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পাঠদান না করে ফেসবুকে ব্যস্ত থাকার প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে তিন সহকারী শিক্ষককে বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেছে মারধরের শিকার প্রধান শিক্ষক। 

মামলার আসামিরা হলেন- বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক মো. আবু বকর সিদ্দিক (৪৫), শারীরিক শিক্ষক মো. মোখলেচুর রহমান এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষক শহীদুল ইসলাম সাইফুল্লাহ। বাদী হলেন প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। 

মামলার বরাতে কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গত ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে একটায় বিদ্যালয়ে যান প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। বিদ্যালয়ে পৌছানোর সাথে সাথে শিক্ষার্থীরা এসে জানিয়েছে শিক্ষকরা ঠিকমতো পাঠদান করেন না। তখন প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গিয়ে দেখতে পান শারীরিক শিক্ষক মো. মোখলেচুর রহমান এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষক শহীদুল ইসলাম সাইফুল্লাহ মোবাইল ফোনে ফেসবুকে ব্যস্ত রয়েছেন। পাঠদানে না গিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার অনুরোধ করেন। এতে সহকারী দুই শিক্ষক ক্ষুদ্ধ হয়ে প্রধান শিক্ষককে গালমন্দ করে। তখন এ দৃশ্য মোবাইল ফোনে ধারন করায় প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হয় দুই শিক্ষকসহ কৃষি শিক্ষক আবু বকর সিদ্দিক। তিন শিক্ষক মিলে প্রধান শিক্ষকের মোবাইল ফোন সেট ভেঙে ফেলে। এছাড়াও প্রধান শিক্ষককে বেধড়কভাবে মারধর করে আহত করে। 

খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করেছে। সহকারী শিক্ষকদের মারধরে প্রধান শিক্ষকের কানের পর্দা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com