ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

ধর্ষণ মামলার আসামি হানিফ গ্রেফতার
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৪ পিএম আপডেট: ২৪.০৯.২০২৩ ৯:৫০ পিএম  (ভিজিট : ১০০১)
রাজধানীর যাত্রাবাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার আসামী মো. হানিফ খন্দকারকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদস্যরা। রোববার (২৪ সেপ্টেম্বর)  বিকালে যাত্রবাড়ি ধলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মামলা হওয়ার পর থেকেই যাত্রাবাড়ি ও কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন হানিফ খন্দকার। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার মোহাম্মদ জিয়াউর রহমান।

তিনি বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধলপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল।  সেখানেই তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরও বলেন, হানিফ খন্দকারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতনের সংঘবদ্ধ ধর্ষণের মামলা রয়েছে। জানা গেছে, মো. হানিফ মন্ডলের বাবার নাম মিজান খন্দকার। যাত্রাবাড়ির ভাঙ্গাপ্রেস কাজিরগাঁও এলাকায় থাকতেন।

সময়ের আলো/এম




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close