প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৪ পিএম আপডেট: ২৪.০৯.২০২৩ ৯:৫০ পিএম (ভিজিট : ১০০১)
রাজধানীর যাত্রাবাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার আসামী মো. হানিফ খন্দকারকে গ্রেফতার করেছে র্যাব-১০ সদস্যরা। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকালে যাত্রবাড়ি ধলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা হওয়ার পর থেকেই যাত্রাবাড়ি ও কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন হানিফ খন্দকার। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার মোহাম্মদ জিয়াউর রহমান।
তিনি বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধলপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। সেখানেই তিনি আত্মগোপনে ছিলেন।
তিনি আরও বলেন, হানিফ খন্দকারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতনের সংঘবদ্ধ ধর্ষণের মামলা রয়েছে। জানা গেছে, মো. হানিফ মন্ডলের বাবার নাম মিজান খন্দকার। যাত্রাবাড়ির ভাঙ্গাপ্রেস কাজিরগাঁও এলাকায় থাকতেন।
সময়ের আলো/এম