প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৭ পিএম (ভিজিট : ১৬৪)
পদ্মাপাড়ের ইলিশ নিয়ে বরাবরই মাতামাতি থাকে পশ্চিমবঙ্গের সকল বাঙালির। সকল সাধারণ মানুষ এই ইলিশের রসনার স্বাদে মজতে আটকানো যায় না ইলিশ প্রেমি বাঙালিদের। আর এই রুপালি ইলিশ নিয়ে বিগত বছরের মতো চলতি বছরেও শারদীয়া সূচনা লগ্নে উৎসবে মাতল কলকাতার সিআইটি রোডে অবস্থিত ইন্দো-বাংলা প্রেসক্লাব। বাংলাদেশের রুপলি ইলিশ আর কলকাতার বিখ্যাত মিষ্টি রসগোল্লা নিয়ে উৎসবে মাতলেন ক্লাবের সদস্যরা। কলকাতার ইন্দো-বাংলা প্রেসক্লাবের প্রত্যেক সদস্যদের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ এবং কলকাতার ঐতিহ্যশালী মিষ্টি রসগোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ইন্দো-বাংলা প্রেসক্লাবের প্রত্যেক সদস্যরা নিজেদের মধ্যে মতবিনিময় করা ছাড়াও সেখানে উঠে আসে নানান প্রসঙ্গ।ইন্দো-বাংলা প্রেসক্লাবের মূল উদ্দেশ্য দুই বাংলার সম্পর্ক বজায় রেখে এবং বাংলাদেশের সাংবাদিকরা যদি কলকাতায় কোন রকম সমস্যায় পড়ে তাহলে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের ভার্চুয়ালি বার্তা দেন বাংলাদেশের পটুয়াখালী ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোহম্মদ মহিব্বুর রহমান। মহিব্বুর রহমান বলেন, ইন্দো-বাংলা প্রেসক্লাবের সঙ্গে দাঁড়াতে পেরে এবং আজীবন সদস্য হতে পেরে আমি গর্বিত। উন্নতর থেকে উন্নতর বাংলাদেশ গড়তে আমরা আশা করব আপনারা সবাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াবেন। আমি চাই ইন্দো-বাংলা প্রেসক্লাব এই দুই বাংলার সেতু বন্ধনের মাধ্যমে পরস্পরের আদান-প্রদান কাজ করবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতর বাংলাদেশে পরিণত করেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে গণতন্ত্র পদ্ধতিতে তাকে সরাতে পারবে না বলেই বঙ্গবন্ধুর মত রাতের অন্ধকারে তাকেও সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আগামী দিনেও ইন্দো-বাংলা প্রেসক্লাবের পাশে আনন্দর সঙ্গে দাঁড়াবার চেষ্টা করবো।
ইন্দো-বাংলা প্রেসক্লাবের কনভেনার ভাস্কর সরদার বলেন, ইন্দো-বাংলা প্রেসক্লাবের দুই দেশের সমন্বয়ে আমাদের এই কলকাতা প্রেসক্লাব তৈরি হয় সেখানে বাংলাদেশের গনমাধ্যমের যারা কলকাতার প্রতিনিধি তারা সকলে মিলে একটা ইলিশ উৎসবে মাতলো আর এই ইলিশ উৎসবে আমরা নাম দিয়েছিলাম বাংলাদেশের ইলিশ ও পশ্চিমবঙ্গের মিষ্টি। এবং সম্ভবতই বাংলাদেশের ইলিশ মানে সেই ইলিশ বাংলাদেশের রুপালি ইলিশ।
প্রেসক্লাবের কনভেনার ভাস্কর সরদার বাংলাদেশের রুপালি ইলিশ উপহার দেওয়ার জন্য বাংলাদেশের পটুয়াখালীর ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোহম্মদ মহিব্বুর রহমানকে ধন্যবাদ জানান।
এই ইলিশ উৎসবে নিয়ে ইন্দো-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভজিৎ শুভজিৎ পুততুন্ডু বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর ছাড়াও আগামী দিনেও আমরা ইলিশ উৎসব চালিয়ে যেতে চাই। ইন্দ্র-বাংলা প্রেসক্লাবের যত সদস্য আছে তাদের সকলের হাতে বাংলাদেশের এই উপহার তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।আমারা দুই দেশের সঙ্গে সেতু বন্ধনের কাজ করি। আমরা খুব আনন্দিত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এই সেতুবন্ধন কারীদের ইলিশের উপহার পৌঁছানো দরকার এবং সেই উপহার পৌঁছেছে। ক্লাবের সকল সদস্যদের বাংলাদেশের এই উপহার পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।
ইন্দো-বাংলা প্রেসক্লাবের সদস্যরা বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে ভীষন খুশি। তাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের শেষে ক্লাবের সদস্যরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আগামী দিনের শুভকামনা জানান।
সময়ের আলো/জেডআই