প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০৮ এএম (ভিজিট : ৫৩৬)
কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন শুনানির দিন ধার্য করেছেন ইসলামাবাদের হাইকোর্ট।
আজ সোমবার ওই মামলায় ইমরানের জামিন আবেদনের শুনানি হবে। প্রধান বিচারপতি আমির ফারুকের বেঞ্চে এই শুনানি হবে।
শুনানির দিন পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফআইএ) প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির থাকতে বলেছেন আদালত। তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরানকে তিন বছরের সাজা দেন আদালত। এরপর থেকে অ্যাটক কারাগারে আছেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার আইনি দলকে সম্প্রতি বলেছেন, তিনি নিজেকে কারাগারের সঙ্গে মানিয়ে নিয়েছেন। কিছুদিন আগে তিনি তার আইনি দলের সঙ্গে আলাপচারিতায় বেশ কিছু কৌতূহলোদ্দীপক তথ্য ভাগাভাগি করেছেন।
কারাগারে লেখালেখির জন্য তিনি একটি পেনসিল ও কাগজ পেয়েছেন। ইমরানের আইনি দল জানিয়েছে, পেনসিল-কাগজ পাওয়ায় তিনি খুশি।পিটিআইয়ের প্রধান ইতিমধ্যে কারাগারে বসে বিভিন্ন ইসলামিক বই পড়ছেন। এখন তিনি রাজনৈতিক ইতিহাস পড়তে আগ্রহী। এ জন্য তিনি তার আইনি দলকে এ ধরনের বই কারাগারে পাঠাতে বলেছেন।
সময়ের আলো/আরএস/