ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

সোনাগাজীতে কিশোরীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৯ এএম  (ভিজিট : ৫৫৯)
ফেনীর সোনাগাজীতে কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ট্রাক্টরচালক মো. রিয়াদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। ইমাম হোসেন উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

শনিবার রাতে তাদের দুজনকে উপজেলার কারামতিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে মামলা হলে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকালে ভুক্তভোগী কিশোরী থানায় হাজির হয়ে ইমাম হোসেন ও তার ট্রাক্টরচালক রিয়াদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করে। এর কয়েক দিন আগেও ওই কিশোরী স্থানীয়দের কাছে আরেক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিল। 

বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তাসলিম হুসাইন ও থানার ওসি মো. ইমাম হাসান ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী কিশোরীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য ইমাম হোসেন ও তার ট্রাক্টরচালক রিয়াদকে আটক করে থানায় নিয়ে আসেন। 

ভুক্তভোগীর এক আত্মীয়ের অভিযোগ, ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে ইমাম হোসেন ও তার ট্রাক্টরচালক রিয়াদ বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। কিন্তু ইমাম হোসেন সরকার দলীয় নেতা হওয়ায় তাকে বাদ দিয়ে ট্রাক্টরচালক রিয়াদ ও অন্য একজনকে ফাঁসাতে একটি মহল মরিয়া হয়ে উঠেছে। ইমামকে মামলা থেকে রক্ষা করতে দলীয় নেতাকর্মীরা কিশোরীর পরিবারকে চাপ দিচ্ছে হচ্ছে। 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন বলেন, চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তাসলিম হুসাইন জানান, ইমাম হোসেন নামে এক ব্যক্তি ও তার ট্রাক্টরচালক রিয়াদের বিরুদ্ধে থানায় এক কিশোরী ধর্ষণের মৌখিক অভিযোগ করে। ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় তিনি সরেজমিন পরিদর্শন করে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাতে ইমাম হোসেন ও তার ট্রাক্টরচালককে আটক করে থানায় আনা হয়।

সোনাগাজী থানার ওসি মো. ইমাম হাসান বলেন, কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ওই দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে। 


সময়ের আলো/আরএস/ 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com