প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৫ এএম (ভিজিট : ৭৬০)
কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘দশম অবতার’। তাই এই সিনেমা নিয়ে দর্শকের মনে বিরাজ করছে বাড়তি আগ্রহ, উচ্ছ্বাস।
রোববার ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। তিন মিনিট দৈর্ঘ্যরে ট্রেলারে রয়েছে খুনের রহস্য। তবে রোমান্সে ধরা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। একটি প্রেমের দৃশ্যে জয়া ও অনির্বাণ ভট্টাচার্যকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। এরই মধ্যে দৃশ্যটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গেছে। ট্রেলারে আঁচ করা যাচ্ছে, এক ব্যক্তি নিজেকে দশম অবতার মনে করে একের পর এক খুন করে চলেছে।
আর তাকেই খুঁজে বের করার মিশনে নামেন পুলিশ কর্মকর্তা প্রবীর রায়চৌধুরী ও ইন্সপেক্টর পোদ্দার। সিনেমাটিতে নারী পুলিশের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। দুই পুলিশ কর্মকর্তার তদন্তের গল্পে নতুন মাত্রা যোগ করবেন জয়া আহসান।
ছবিটি নিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘এটা সত্যিই রি-ইউনিয়নের মতো। সব চরিত্রের লুকের ধারাবাহিকতা রয়েছে এ ছবিতেও। আর পুরো ছবিটাই তো আমার মাথায় আছে। মনিটরে বসলেই আমি বুঝতে পারি কী চাই, কী চাই না। চোখের সামনে দেখতে পাচ্ছি, ছবিটা জমে গেছে।’
আগামী ১৯ অক্টোবর সিনেমাটি কলকাতায় মুক্তি পাচ্ছে।
সময়ের আলো/আরএস/