প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৪:১৮ এএম (ভিজিট : ৫৮২)
গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ নভেম্বর) প্রথম প্রহরে নুহাশপল্লীতে ১ হাজার ৭৫টি মোমবাতি জ্বালানোর মাধ্যমে শুরু করা হয় জন্মদিনের আয়োজন। এ সময় নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন করেন।
সোমবার ভোরে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই সন্তান নিশাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে আসেন। পরে দুই সন্তানসহ নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারী ও হুমায়ূনভক্তদের নিয়ে লেখকের কবরে ফুলের শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে নুহাশপল্লীর হোয়াইট হাউসের সামনে কেক কাটা হয়।
এ সময় মেহের আফরোজ শাওন উপস্থিত সাংবাদিকদের বলেন হুমায়ূন আহমেদ জীবিত থাকাকালে যেভাবে জন্মদিন পালন করতেন তার মৃত্যুর পরও প্রতি বছর একইভাবে জন্মদিন পালন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাওন বলেন, হুমায়ূন আহমেদ যে ক্যানসার হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছিলেন, তার অনুপস্থিতে তা বাস্তবায়ন করা খুব কঠিন। তিনি বেঁচে থাকলে কাজটা হয়তো সহজ ছিল। তার অনুপস্থিতে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে গিয়েছি, তবে সাড়া পাইনি। এটি করা আমার একার পক্ষে সম্ভব নয়। তবে আমার বিশ্বাস, তার যে স্বপ্ন ছিল, একদিন সে স্বপ্ন বাস্তবায়ন হবে। আর আমার একটা পরিকল্পনা ছিল, লেখকের সৌজন্যে একটি জাদুঘর করা। সেই কাজ অনেক এগিয়েছে।
শাওন বলেন, নেত্রকোনায় হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত যে বিদ্যালয় রয়েছে, ফলাফলে সেটি কৃতিত্বের স্বাক্ষর রাখছে। বিজ্ঞান প্রতিযোগিতায়, খেলাধুলায় ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলায় বিশেষ স্থানে রয়েছে বিদ্যালয়টি। সরকার বিদ্যালয়টিতে একটি চারতলা ভবন নির্মাণ করে দিচ্ছে। আমরা এখন চেষ্টা করছি বিদ্যালয়টিকে কলেজে পরিণত করতে।
গাজীপুর সদর থেকে ২৫ কিলোমিটার ভেতরে পিরুজালী এলাকায় নুহাশপল্লী। গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সেখানে ছুটে এসে প্রিয় লেককের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা জানান। লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা হুমায়ূন আহমেদের গড়া নুহাশপল্লী ঘুরে দেখেন।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। গাজীপুরের নুহাশপল্লীর লিচু তলায় তাকে সমাহিত করা হয়।
সময়ের আলো/জেডআই