প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৫:৫৯ পিএম (ভিজিট : ২১০)

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ৫ দিনের উড়োজাহাজ প্রদর্শনী ‘দুবাই এয়ার শো’। দুবাই ওয়ার্ল্ড সেন্টার বিমানবন্দরে চলছে এই আয়োজন। দুবাই সিভিল এভিয়েশন, দুবাই এয়ারপোর্ট, ইউএই ডিফেন্স মিনিস্ট্রি'র যৌথ উদ্যোগে এবারের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
পাঁচদিন ব্যাপী আন্তর্জাতিক এয়ারশো চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। আমিরাতসহ বিভিন্ন দেশের বিমান এয়ারলাইন্স গুলো আকাশে তাদের দক্ষতা এবং সক্ষমতা প্রদর্শন করে দর্শনার্থীদের উদ্দেশে। শোতে ইন্ডিয়া ও পাকিস্তান অংশগ্রহণ করলেও দেখা যায়নি বাংলাদেশকে।
সামরিক জেট এবং বিমান মহড়ায় দুবাই ওয়ার্ল্ড সেন্টার বিমানবন্দরের আকাশ যেন ছিল বিমানের দখলে। প্যাভিলিয়নে বিভিন্ন এয়ারলাইন্স তাদের নিত্য নতুন এবং ভবিষ্যৎ প্রযুক্তি গুলো তুলে ধরা হয় এই শোতে। এবারের এয়ারশোতে ব্যবসায়িক জেট, ড্রোন, বাণিজ্যিক বিমান সংস্থা, ব্যক্তিগত বা সামরিক জেট, হেলিকপ্টারসহ ১৮০ টির বেশি বিমান দেখা গেছে।
দুই বছর পর আবারো নভেম্বরের প্রথম সপ্তাহে এই শো'টি শুরু হয়েছে। বলা যায় দুবাইয়ের এয়ারশো বিশ্বের মধ্যে সর্ববৃহৎ একটি।
এয়ারশোতে অংশ নিয়েছে বিশ্বের ৯৫ দেশের উড়োজাহাজ শিল্পের সাথে জড়িত ১৪ হাজারের বেশি প্রতিষ্ঠান। এবারের শোতে ২০০টি আকাশ ও মহাকাশ যান নিয়ে এসেছেন প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশও অংশগ্রহণের মাধ্যমে এয়ারলাইন্সের প্রযুক্তিগত উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরবে এমন প্রত্যাশা প্রবাসীদের।
সময়ের আলো/আরআই