ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

পুলিশ বলছে প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার
যুবলীগ নেতা হত্যা: আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে
প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ২:২৭ এএম  (ভিজিট : ৪১৮)
রাজধানীর মিরপুর মাজার রোডে চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবলীগ নেতা শাহ আলম হত্যার ঘটনায় এখনও সব আসামি গ্রেফতার হয়নি। তবে পুলিশ বলছে এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী নিহত শাহ আলমের বাবা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী বলেন, পুলিশ প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসলামকে গ্রেফতার করলেও তাকে রিমান্ডে নিতে পারেনি। হত্যার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে আমি হত্যা মামলা করেছি। এখনও ১১ জন আসামি পুলিশের সামনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

এদিকে দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার বলেন, শাহ আলম হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আমরা গ্রেফতার করেছি। ইসলামকে রিমান্ডে আনার বিষয়ে আদালতে আবেদন করার পর রিমান্ড মঞ্জুর না হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গত ১৪ অক্টোবর রাতে মিরপুর মাজার রোডে পিয়াল গ্রুপ ও ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা শাহ আলমকে কুপিয়ে হত্যা করা হয়। 
এ ঘটনায় শাহ আলমের বাবা বাদী হয়ে দারুস সালাম থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। আসামিরা হলেন-ইসলাম (৫০), শান্ত (২৫), শেখ সুমন (২৭), লিমন (৩৬), পাপন (২৪), আফজাল হোসেন গোলাপ (৩২), এনামুল করিম খোকন (৩৫), আদাল ওরফে পাকিস্তানি আফজাল (৩২), ফুল ইসলাম রিজী (২৬), জাহাঙ্গীর শেখ (৪২), রাসেল (৩৫), দীপঙ্কর রাহুল (৩৬), মো. রাজু (২৬) ও ইমরান হোসেন ওরফে ইতালি ইমরান (২৮)।

সময়ের আলো/আরএস/ 








https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close