ই-পেপার সোমবার ৪ নভেম্বর ২০২৪
সোমবার ৪ নভেম্বর ২০২৪

সহিংসতা ছড়াচ্ছে ঢাকার বাইরেও
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ২:৫৭ এএম  (ভিজিট : ৭৭৬)
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিএনপি-জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো গতকাল রোববার সকাল থেকে ফের শুরু করেছে ৪৮ ঘণ্টার হরতাল। 

গতকাল রাত ১০টায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া রাত পৌনে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সোয়া ১০টায় র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড টিম ঘটনাস্থলে যায়।
অন্যদিকে হরতাল শুরুর আগেই শনিবার রাতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় সংঘাত-সহিংসতা। জামালপুরে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয় একটি ট্রেনের তিনটি বগি। এ ছাড়া ৮টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নতুন করে আতঙ্ক শুরু হয়েছে ছদ্মবেশে কুপিয়ে হত্যা নিয়ে। নওগাঁয় এক যুবককে হেলমেট ও মুখে মাস্ক পড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে।

এসব ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সময়ের আলোকে বলেন, বিএনপি আন্দোলনের নামে হরতাল-অবরোধ ডেকে চোরাগোপ্তা হামলা চালিয়ে নাশকতা করছে। প্রকাশ্যে তাদের আন্দোলন করার সাহস নেই। এ জন্য রাতের অন্ধকারে ট্রেনে, বাসে, পণ্যবাহী পরিবহন এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও পুড়িয়ে দিয়েছে তারা। মন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সক্ষমতা রয়েছে। যারাই এসব নাশকতা করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। নাশকতাকারী কেউ পার পাবে না।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ সময়ের আলোকে বলেন, ঢাকায় প্রতিবন্ধকতা, জনসমর্থন না থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদারের কারণে সারা দেশে হরতাল-অবরোধের নামে সংঘাত-সহিংসতা, গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে।
 
তিনি বলেন, ঢাকার জনসাধারণ হরতাল-অবরোধ পছন্দ করে না। তাই আন্দোলনের কৌশল পরিবর্তন করে সারা দেশে সংঘাত ছড়িয়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আন্দোলন ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সক্ষমতা আছে। এসব সংঘাত-সহিংসতা ঠেকাতে সরকার আনসার-ভিডিভিকে ব্যবহার করতে পারে। কারণ, সারা দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আনসার-ভিডিভি সদস্যরা যোগ দিলে আন্দোলনকারীরা জ্বালাও-পোড়াও, সংঘাত-সহিংসতা করতে পারবে না।

পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-অপারেশন) মো. আনোয়ার হোসেন সময়ের আলোকে বলেন, যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের কোনোভাবে বরদাস্ত করা হবে না। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। সারা দেশের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, যারা নাশকতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। আমাদের নিজস্ব প্রতিবেদক, ব্যুরো প্রধান, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

ঢাকা : শনিবার মধ্যরাতে রাজধানীর মহাখালী আমতলী ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলটি বিস্ফোরণের পর পথচারী এক নারী আহত হন। এ ছাড়াও রাতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শাহজাহান শিকদার সময়ের আলোকে বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রথমে আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এরপর পর্যায়ক্রমে গুলিস্তান টোলপ্লাজার সামনে কমল পরিবহনে আগুন, ধানমন্ডি ল্যাবএইডের সামনে মৌমিতা বাসে আগুন, মিরপুরের কালশীতে বসুমতি পরিবহনের বাসে আগুন, বঙ্গবাজারের সামনে কাজী আলাউদ্দিন রোডে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।

নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে হরতালের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজ গ্রুপের বিক্ষোভ মিছিলে হামলা ও গুলির অভিযোগ উঠেছে সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার উপজেলার আজিজপুর এলাকার ফেনী-নোয়াখালী মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে ১৬ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আহতদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত নেতাকর্মীরা হচ্ছেন-উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, বিএনপি কর্মী আলাউদ্দিন, মো. মহিন উদ্দিন, মো. সাইফুল ইসলাম, অন্তর, মোহাম্মদ আলম, আবু সুফিয়ান, রুবেল, বাদশা, ইমরান হোসেন, মোশাররফ হোসেন, মনির হোসেন, সিফাত আবুল কাশেম, ইকবাল হোসেন, সবুজ, মো. রুবেল, মো. শফিক, মোজাম্মেল হোসেন ও মো. রাব্বি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ওরফে ভিপি মোহন বলেন, বিএনপির মিছিলে হামলা কিংবা গুলির কোনো ঘটনা তার জানা নেই। সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন বলেন, তারা সহিংসতার সংবাদ পেয়েছেন অনেক পরে। পুলিশ গিয়ে কাউকে পায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির জয়নুল আবেদিন ফারুক অনুসারী ও কাজী মফিজ অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলির ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে তারা নিশ্চিত নন। আহত কাউকেও পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

গাজীপুর : গাজীপুর মহানগর পালের মাঠ এলাকায় দাঁড়িয়ে থাকা দূরপাল্লার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বাস মালিক জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বাসটির মালিক দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানায়। পালের মাঠ এলাকায় সপরিবারে বাসা ভাড়া করে বসবাস করেন তিনি।

সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে দাঁড়ানো অবস্থায় আন্তঃনগর ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঢাকা-তারাকান্দি চলাচলকারী যমুনা এক্সপ্রেস ট্রেনের ৪ নারীসহ ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাত ১টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে ট্রেনটি দাঁড়ায়। পরে তারাকান্দি রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করলে ট্রেনের পেছনের বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ট্রেনের বগিতে আগুন দেখে চারজন মহিলাসহ ১০ জন ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে আহত হয় আশিকা সুলতানা, মমতাজ বেগম, জলি বেগম ও লাবনী আক্তার। তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সহকারী মাস্টার আবদুস জানান, দমকল কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রেনের শেষ বগি ক, খ, গ তে আগুন ছড়িয়ে পড়লে বগিগুলো ভস্মীভূত হয়।

মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের অন্ধকারে চলন্ত যাত্রীবাহী কয়েকটি বাস-ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, গাড়িতে আগুন দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। অন্য এলাকার একটি ছবি-ভিডিও ফেসবুকে দিয়ে গুজব ছড়িছে দুর্বৃত্তরা।

নাটোর : নাটোরে সরকারি গণগ্রন্থগারের সামনে দাঁড়ানো অবস্থায় আগুন দিয়ে পোড়ানো হয়েছে মুক্তিসেনা নামে একটি বাস। শনিবার রাত ৩টা ১০ মিনিটের সময় শহরের ভবানীগঞ্জ এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পেট্রোলের বোতলসহ সোয়েব হাওলাদার নামে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ গোদনাইলের শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোয়েব নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকায়।

পাবনা : পাবনা শহরে বিক্ষোভ মিছিল থেকে দুটি গাড়ি ভাঙচুর ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বড় বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভাঙচুর করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এর আগে শহরের বাঁশবাজার এলাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

সুনামগঞ্জ : সুনামগঞ্জে হরতাল কর্মসূচিতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে শহরের পুরাতন বাস স্টেশন ও এর আশপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের পর একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে। রোববার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিমু নূর তাজ পরিবহন নামের এই বাসটি রাজশাহী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। বাসটির পেছন পেছন চারজন হেলমেট পরিহিত ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসে। চলন্ত অবস্থায় তারা বাসটির দিকে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে আগুন ধরে গেলে বাসটি থামিয়ে দেন চালক। তখন দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা। পরে পেট্রোলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের জন্য মহাসড়ক দিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

জাবি : বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি মীর মশাররফ হোসেন হল ফটকে গিয়ে শেষ হয়।

সময়ের আলো/আরএস/ 





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close