প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৪:০৭ এএম আপডেট: ২০.১১.২০২৩ ৭:৫৯ এএম (ভিজিট : ২৭৯)

তেলাপোকা, ছাড়পোকার মতো ঘরের যন্ত্রণাদায়ক আরেক নাম টিকটিকি। কোনো চেষ্টাতেই এদের ঘর ছাড়া করা যায় না। তবে খুব সহজেই মিলতে পারে টিকটিকির উপদ্রব থেকে পরিত্রাণ। এই সহজ কাজগুলোতেই মুহূর্তে ঘর থেকে পালাবে টিকটিকি।
জেনে নিন উপায়গুলো
প্রথমে মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া সমান পরিমাণে নিতে হবে। এই দুটিকে একটি পাত্রে পানি নিয়ে মেশাতে হবে এবং মেশানো মিশ্রণটি ঘরের কিনারে, জানালায়, দরজায় স্প্রে করে দিতে হবে। এই দুই জিনিসের মিশ্রণে উৎপন্ন তীব্র ঝাঁঝে টিকটিকি সহজেই পালিয়ে যাবে। ডিম ভাঙার পর ডিমের খোসা ডাস্টবিনে ফেলে না দিয়ে সেসব একটি জায়গায় জমিয়ে রাখুন। সেই ডিমের খোসাগুলো একটি কাপড়ে বেঁধে রাখতে পারেন। বা কোনো পাত্রে রেখে যেখানে টিকটিকির উৎপাত বেশি সেখানে রেখে দিন। ডিমের গন্ধে টিকটিকি পালিয়ে যাবে খুব সহজেই।
টিকটিকির উৎপাত ঘরের যেসব জায়গায় সবচেয়ে বেশি, সেসব জায়গায় কয়েকটি রসুনের কোয়া এবং পেঁয়াজের টুকরো রাখতে পারেন। এ ছাড়াও পেঁয়াজ এবং রসুনের পেস্ট তৈরি করে সামান্য পানি মিশিয়ে স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারেন।
ঘরোয়া পদ্ধতিতে টিকটিকি তাড়ানোর সহজ উপায় কর্পূর। কর্পূর টিকটিকি তাড়াতেও যথেষ্ট সাহায্য করে। ঘরের কোনায় কোনায় কর্পূর রাখুন। এই কর্পূরের গন্ধে টিকটিকি খুব সহজেই পালাবে।
টিকটিকি থেকে মুক্তি পেতে প্রয়োজন মাত্র ১ থেকে ২টি ন্যাপথালিন বল। বাড়ির যে জায়গাগুলোতে টিকটিকির আনাগোনা রয়েছে সেই কর্নারে ন্যাপথালিন বলগুলো রাখুন। যে জায়গাগুলো টিকটিকির উৎপাত সবচেয়ে বেশি সেখানে ৪ থেকে ৫টি ন্যাপথালিনও রাখতে পারেন।
সময়ের আলো/আরএস/