ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

শুল্ক বিভাগ বাণিজ্যবান্ধব নয়: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৪:৪০ এএম  (ভিজিট : ১৩২)
শুল্ক বিভাগ বাণিজ্যবান্ধব নয়, এর প্যাঁচে যারা পড়েছেন শুধু তারাই এ বিষয়ে জানেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। 

রোববার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এফবিসিসিআইর সঙ্গে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্প। সেমিনারে বিশ্বের নানা দেশ থেকে কৃষিপণ্য আমদানি ও দেশ থেকে রফতানিতে শুল্ক বিভাগের হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। কৃষিমন্ত্রীও স্বীকার করেন, শুল্ক বিভাগ বাণিজ্যবান্ধব নয়।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন,  শুল্ক বিভাগ খুবই কঠিন একটি দফতর। এর প্যাঁচে যারা পড়েছেন তারা জানেন। সিঙ্গাপুরের এক আমদানিকারক আমার কাছে বাংলাদেশ থেকে কৃষিপণ্য আমদানিতে সহায়তার জন্য এসেছিলেন।  আমি নিজে শুল্ক বিভাগের সঙ্গে কথা বলেও তার সমাধান দিতে পারিনি। কৃষিমন্ত্রী বলেন, ‘খাদ্যশস্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। কৃষিকে সাব-সিস্টেম থেকে বাণিজ্যিকীকরণ করতে কৃষি মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। কৃষি খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা আধুনিক ও লাভজনক কৃষি উৎপাদনের দিকে মনোনিবেশ করেছি।’

বিগত বছরগুলোতে কৃষি খাতের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেন, ‘কৃষি খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী অবকাঠামো দিয়েছেন, দেশও উন্নত হবে। কিন্তু একদল আছে যারা দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। দেশের স্থিতিশীলতা রক্ষায় ব্যবসায়ীদের সহযোগিতা দরকার।’

তিনি আরও বলেন, বন্দর থেকে পণ্য খালাসের জটিলতা কমাতে রাজধানীর পূর্বাচলে কৃষি মন্ত্রণালয়ের জন্য জায়গা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী, যেখানে পণ্য টেস্টিং করে সরাসরি কার্গোতে পাঠানো হবে। ফলে ব্যবসায়ীদের সময় ও অর্থ অপচয়; দুটিই কমে আসবে। শিগগিরই এর কাজ শুরু হবে বলেও জানান কৃষিমন্ত্রী। 

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বিগত বছরে কৃষিতে বিপ্লব সাধিত হয়েছে। আন্তঃবাণিজ্য সমস্যা কমাতে সরকার কাজ করছে। আন্তঃবাণিজ্য সহজ করতে সরকারের সঙ্গে শিগগিরই আলোচনা করব আমরা।’

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com