ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

আবারও বিয়ে করলেন নোবেল
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ২:১২ পিএম আপডেট: ২০.১১.২০২৩ ৩:২১ পিএম  (ভিজিট : ৬০৫)
বিতর্কে জড়িয়ে রয়েছে মাইনুল আহসান নোবেলের দাম্পত্য জীবনে। সেই বিতর্কের পারদকে আরও বাড়িয়ে তুলতে চতুর্থ বিয়েটা সেরে ফেললেন নোবেল।

সোমবার (২০ নভেম্বর) নিজের ফেসবুকে স্ত্রীর সঙ্গে তোলা ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করে এই খবর জানান নোবেল নিজেই। ওই ছবিতে দেখা যায়, স্ত্রী ফারজান আরশিকে কোলে তুলে তার ঠোঁটে ‘চুমু’ খাচ্ছেন নোবেল।

রবিবার (১৯ নভেম্বর) ফারজান আরশি নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিতর্কিত এই গায়ক।

এর আগে রবিবারও আরশির সঙ্গে তোলা দুটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেন নোবেল। সেখানে ভক্তদের প্রশ্নের জবাবে আরশিকে তাদের ‘ভাবী’ বলে পরিচয় করান গায়ক।

জানা গেছে, ফারজান আরশির বাড়ি খুলনায়। পেশায় ফুড ব্লগার। ফেসবুকের মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয়। এরপর আলাপচারিতায় একে অন্যকে ভালো লাগে তাদের। অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক গায়কের এক ঘনিষ্ঠজনের দাবি, এটি নোবেলের চতুর্থ বিয়ে। সালসাবিল ও আরশির আগে আরও দুটি বিয়ে করেন নোবেল।

ওই ঘনিষ্ঠজন জানান, নোবেল প্রথম বিয়েটা করেন রিমি নামের একটি মেয়েকে। সেই সংসার বেশিদিন টেকেনি। রিমিই নাকি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয়র মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন নোবেল। বেশিদিন টেকেনি সেই সংসারও।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, এর আগে নাদিম আহমেদ নামে এক ফুড ব্লগারের সঙ্গে আরশির বিয়ে হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে জানা যায়, আরশি নিজেও একজন ফুড ব্লগার। নাদিমের সঙ্গে তিনি একাধিক ব্লগে কাজ করেছেন। সেই সূত্রে তাদের ঘনিষ্ঠতা। পরে তারা বিয়ে করেন। সেই বিয়ের ছবি এখন ঘুরপাক খাচ্ছে ফেসবুকে।

তবে, নাদিমের সঙ্গে আরশির বিচ্ছেদ হয়েছে কি না, তা জানা যায়নি। তার আগেই নোবেলের সঙ্গে বিয়ের খবর ভাইরাল।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com