ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

কৃষি বিভাগের নজরদারির তাগিদ কৃষকদের
অভয়নগরে শিমচাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:০৫ পিএম  (ভিজিট : ১৩৪)
অভয়নগরে শিমচাষ দিনদিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকেরা। বাণিজ্যিকভাবে শিমচাষ করে ঘুড়ে দাঁড়াচ্ছেন অনেক কৃষক। কৃষকের ভাগ্যের চাকা খুলছে শিমচাষে। প্রথমে অঙ্গাতো আক্রান্ত হলেও পরে বালাই নাশক ঔষধ ব্যবহারে তা কমে গেছে বলে অনেক কৃষক জানান। 

সরেজমিনে সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার দেওয়াপাড়া গ্রামের শিমচাষি ইসানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাত কাটা জমিতে এবার শিম চাষ করেছি, প্রথম দিকে তিন মাস ধরে কাটা প্রতি এক মন করে শীম পেতাম, বাজার দর ছিলো ১৫০ থেকে ১৬০ টাকা, এখন ফলন আছে কিন্তু বাজার মুল্য ২৫ থেকে ৩০ টাকা কেজি। তাহলে সার, কীটনাশক, তৈলসহ জোন খরচ বাদ দিয়ে আর কিছু থাকে না। 

একই মাঠের শিম চাষি আছে আফজাল হোসেন, আবু কাকা, মোস্তফা হোসেনসহ সকল শিম চাষিদের একই অবস্থা। শিমচাষি রুবেল জানান, আমি এ মৌসুমে ১০ কাটা জমিতে শিম চাষ করে লাভবান হয়েছি। লাভ জনক ফসল হওয়ায় অনেকে আগ্রহী হয়ে উঠছে।  

তিনি আরো বলেন, প্রতিদিন শিম কেনার জন্য বিভিন্ন জেলা, উপজেলা ও স্থানীয় বাজারের পাইকাররা এসে নগদ টাকায় জমি থেকে শিম কিনে নিয়ে যায়। উৎপাদিত এ সব শীম এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায় পাইকাররা। তবে প্রথম দিকে ফলন কম হলেও দামটা ভালো পেতাম। ১৬০ টাকা কেজি দরে বিক্রি করেছি, এখন বাজার ভালো না ২৫ টাকা করে বিক্রি করতে হচ্ছে। তবে জাব পোকার আক্রমণে চাষে কিছুটা ব্যাঘাত হলেও আস্তে আস্তে তা ঠিক হয়ে গেছে। 

আরেক শিমচাষি আবু তাহের বলেন, চাষ শিখেছি তাই চাষ করি তবে সবকিছুর দাম যেভাবে বেড়ে গেছে চাষ মনে হয় বেশিদিন করা হবে না। 

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, এ উপজেলার মাটি ও আবহাওয়া শিম চাষের উপযোগী হওয়ায় কৃষকগণ শিম চাষে ঝুঁকছে বেশি। এ বছর এ উপজেলায় ২৫ হেক্টোর জমিতে শিমের আবাদ হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com