ই-পেপার মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪

সচিবের ভারত সফরে নির্বাচন নিয়ে আলাপ হবে না
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:৫৬ পিএম  (ভিজিট : ৩৮০)
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে যোগ দিতে আগামী ২৩ নভেম্বর নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এটি একটি নিয়মিত সফর। আসন্ন এই সফরে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ হবে না। এছাড়া ভারত চায় প্রতিবেশি রাষ্ট্রে (বাংলাদেশ) গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো ভাটা না পড়ে।

সোমবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানিরা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ খাত, বন্দর ও পর্যটন নিয়ে আগ্রহ জানিয়েছে। পররাষ্ট্র সচিবের ভারত সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটি রুটিন ওয়ার্ক (নিয়মিত বৈঠক)। দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিষয় নিয়েই আলোচনা হবে। রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ হবে না। নির্বাচন নিয়ে তো আলাপ হয়েই গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো আগেই আলোচনা করেছেন। ভারত বিশ্বে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়।

কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি ‘ভেরি স্ট্রং প্রসেসেস' (মজবুত উদ্যোগ) এর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।

সময়ের আলো/এম




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close