ডেমরায় পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল উদ্ধার, আটক ২
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৯:৩৫ পিএম আপডেট: ২০.১১.২০২৩ ১০:৫৩ পিএম (ভিজিট : ৩৬৬)
রাজধানীর ডেমরায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৫টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৩। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেমরায় খাঁননগর এলাকার পরিত্যক্ত বাড়িটি ঘিরে রাখে র্যাব-৩। র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম হোসেন বলেন, নাশকতা করার জন্য বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। এ তথ্য জানানোর সময় সন্ধ্যায় সাড়ে ৬টা পর্যন্ত ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জের মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও ডেমরার ডগাইরের মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।
সময়ের আলো/এম