প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১০:৩১ পিএম (ভিজিট : ২৭০)

সম্প্রতি আত্মপ্রকাশ ঘটা দল ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’-এ যোগ দিতে যাচ্ছেন বিএনপির জেলা পর্যায়ের কয়েকজন নেতা। মঙ্গলবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন তারা ।
দলটির আহবায়ক ও বিএনপির সাবেক নেতা ভিপি নাজিম উদ্দিন সময়ের আলোকে জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মোস্তাক আহমদ ও ফেনি জেলা নির্বাহী কমটির সদস্য জুলফিকার আলী, বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা ও সাবেক মন্ত্রী আরিফ মঈনউদ্দিনসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা তাদের দলে যোগ দিচ্ছেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি ছিলেন নাজিম উদ্দিন। সর্বশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি হয়। এতে স্থান হয়নি তার। এ ছাড়া যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক করা হলে সে সময় তিনি এ নিয়ে প্রতিবাদ করেছিলেন। জানা গেছে, এই দলটি তৃণমূল বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিবে।
এ বিষয়ে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি চট্টগ্রাম বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে।
এছাড়া বিএনপির আলোচিত ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদও দুয়েকদিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) যোগ দিচ্ছেন বলে জানা গেছে। যদিও হাফিজ বিষয়টি এখনও ধোঁয়াশায় রেখেছেন। সম্প্রতি সংবাদ সম্মেলনে তিনি বিএনপির ওপর রাগ, ক্ষোভের ঝাড়েন। বিএনপির নেতৃত্ব নিয়েও কিছু উষ্মা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে বিএনপিকে বিদেশিদের মধ্যস্থতায় নির্বাচনে অংশ নেওয়া উচিত বলেও মতপ্রকাশ করেন। বিএনএমের নেতারা আশা করছেন মেজর হাফিজ দুয়েক দিনের মধ্যেই দলের চেয়ারম্যানের দায়িত্ব নিবেন। সামনে আরও চমক আছে।
সোমবার ( ২০ নভেম্বর) নিবন্ধিত এই দলে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, মো. আব্দুল ওহাব, দেওয়ান শামসুল আবেদিন ও অধ্যাপক আব্দুর রহমান যোগ দেন। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। তাদের বেশিরভাগের অভিযোগ- তারা বিএনপিতে দীর্ঘদিন ধরে অবমূল্যায়িত। দলের সাংঘর্ষিক নীতি ও আদর্শের সঙ্গে মিলাতে পারছিলেন না। বিএনপির ভেতর ত্যাগী ও মূলধারার নেতারা বরাবরই বঞ্চিত হচ্ছেন।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করছে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম নির্বাচন কমিশনে নিবন্ধিত না হওয়ায় অন্য কোন নিবন্ধিত দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই প্রেক্ষাপটে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম তৃণমূল বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই প্রস্তাবে তৃণমূল বিএনপি সম্মতি জানায়।
সোমবার বিকেল তিনটায় প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম ও তৃণমূল বিএনপির মধ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। তৃণমূল বিএনপির তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম-এর নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক চাকসুর জিএস আজিম উদ্দিন আহমেদ। তৃণমূল বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী। সভা শেষে তৃণমূল বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম-এর মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
সময়ের আলো/এম