ই-পেপার মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

হেলমেট বাহিনী ফের বেপরোয়া
সাইফুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১২:৩২ এএম  (ভিজিট : ৩৪৬)
দুর্ঘটনা থেকে বাঁচতে হেলমেট পড়তে দেখা গেলেও এর ভিন্ন চিত্র চোখে পড়ছে। বর্তমানে চেহারা আড়াল করতে হেলমেট পরে সহিংসতা বা হামলার ঘটনা ঘটাচ্ছে। এ ধরনের হামলাকারীরা ‘হেলমেট বাহিনী’ নামে পরিচিতি পেয়েছে। বিভিন্ন সময় রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশ থেকে হামলার ঘটনায় দেখা যাচ্ছে এই হেলমেট বাহিনীকে। দিন দিন বেপরোয়া হয়ে উঠছে হেলমেট বাহিনীর তৎপরতা।

গত রোববার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে হেলমেট পরে একদল দুর্বৃত্ত একে পোল্ট্রি ফিড কারখানার কার্যালয়ের হামলা, ভাঙচুর ও বিস্ফোরণ ঘটিয়েছে। কারখানার পরিচালক শরফুদ্দিন ফারুক বলেন, প্রায় অর্ধশতাধিক লোক হেলমেট পরে হামলা চালায়। এ ছাড়াও গত কয়েক দিনে নাটোর, নওগাঁ, রাজশাহী ও চুয়াডাঙ্গা এলাকায় এই হেলমেট বাহিনীর তৎপরতা দেখা গেছে। বিশেষজ্ঞরা জানায়, অপরাধীরা নিজেদের লুকিয়ে রাখতে হেলমেট পরেন। ইদানীং রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত হামলা, অগ্নিসংযোগ ও যেকোনো সংঘর্ষে হেলমেট পরিহিত লোকদের বেশি দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এই হামলাকারীদের নামও দিয়েছে হেলমেট বাহিনী নামে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিভিন্ন সভা-সমাবেশ, সংঘর্ষ, রাজনৈতিক সহিংসতা ও ব্যক্তিগত আক্রোশে হেলমেট পরে তারা নিজেদের লুকিয়ে হামলা চালায়। এ ধরনের অপরাধে নিজেদের লুকিয়ে রাখতে হেলমেট পরিধান করে অপরাধীরা। তবে এ ধরনের অপরাধে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিসি ক্যামেরা ও বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক সময়ের আলোকে বলেন, নিরাপদে অপরাধ করতে হেলমেট ব্যবহার করছে একটি চক্র। কারণ এখন রাজধানীসহ সারা দেশে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। তাই নিজেদের মুখ যদি ডেকে রাখা যায় তা হলে মামলা হবে না এমন চিন্তা থেকে এ ধরনের অপরাধ করছে হেলমেট বাহিনী। এই বাহিনীর ক্ষেত্রে রাজনৈতিক ছত্রছায়াও যুক্ত রয়েছে। কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট থাকায় এই বাহিনীর সদস্যদের না চেনার কথা উল্লেখ করতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। তাই হেলমেট পরে অপরাধ করে ছাড় পাওয়ায় এ ধরনের অপরাধে বেশি জড়াছে অপরাধীরা।

কোম্পানীগঞ্জে হেলমেট বাহিনীর হামলা : 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হেলমেট পরে সিরাজপুর ইউনিয়নের একে পোল্ট্রি ফিড কারখানায় হামলা চালায়। রোববার রাতে ৩০-৪০টি মোটরসাইকেলে করে মহড়া দিতে থাকে। তখন কারখানার ফটকে থাকা নিরাপত্তারক্ষী ভয়ে ভেতরের দিকে চলে যান। হেলমেট বাহিনীর সদস্যরা কারখানার কার্যালয়ের একটি কক্ষে ঢুকে হামলা ও ভাঙচুর শুরু করেন। একই সময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায়। ভয় ও আতঙ্কে কারখানার পরিচালক ও কর্মচারীরা নিরাপদ স্থানে চলে যান। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানায়, গত এক মাস ধরে কোম্পানীগঞ্জে তৎপর হেলমেট বাহিনী। ক্ষমতাসীন দলের স্থানীয় এক ক্ষমতাধর নেতার মদদ রয়েছে ‘হেলমেট’ বাহিনীর সদস্যদের প্রতি। গত কয়েক দিন আগে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১৪ জন নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে এই হেলমেট বাহিনী। এসব ঘটনায় ভয়ে কেউ প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ করছেন না। কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে গিয়ে হামলা-ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। তবে কে বা কারা হামলা করেছে তা কারখানার মালিক জানাতে পারেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁয় হেলমেট বাহিনীর হাতে বিএনপি নেতা খুন : 

নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় হেলমেট ও মাস্ক পরা ৬-৭ জন দুর্বৃত্ত বিএনপি নেতা কামাল আহমেদকে কুপিয়ে হত্যা করেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত কামাল আহমেদ নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি। কামাল আহমেদ সাংস্কৃতিক সংগঠন নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্য ছিলেন। বিএনপি নেতাদের অভিযোগ, আতঙ্ক ছড়ানোর জন্য নওগাঁয় একের পর এক বিএনপি নেতাকর্মীদের ওপর হেলমেট ও মাস্ক পরে হামলা করা হচ্ছে।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, লাশের পিঠে ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে এটি রাজনৈতিক হত্যাকা- নয়। তবে কী কারণে, কারা তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে রাসেল ইমাম নবাব বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনাস্থলের কাছের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

নাটোরে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেয় হেলমেট বাহিনী : 

নাটোরের নলডাঙ্গায় পুলিশ পরিচয়ে সজিব নামের এক যুবদল নেতা সজিবকে (৩২) চায়ের স্টল থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে গেছে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। গত ১২ নভেম্বর রাতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানায়, কে বা কারা একজনকে পিটিয়ে ফেলে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নাটোরে গত ১৬ অক্টোবর জামায়াত সমর্থক ইসলামি বক্তা মাওলানা নওশাদ নোমানীকে এশার নামাজের সময় একই কায়দায় তুলে নিয়ে মারধর করা হয়। একই দিন উপজেলা জামায়াত নেতা সাবেক সেনাসদস্য নাসির উদ্দিনের ওপর হামলা করে হেলমেট বাহিনীর সদস্যরা। গত ২৫ অক্টোবর মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে নশরতপুর গ্রামের জামায়াত কর্মী আলাউদ্দিনকে হেলমেট বাহিনী ধরে মারধওে আহত করে। গত ২৬ অক্টোবর রাতে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থানা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও ইমাম ফজলুর রহমানের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে মোটরসাইকেলে করে চলে যায় মুখোশধারী হেলমেট বাহিনীর সদস্যরা। তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। গত ৩০ অক্টোবর রাতে খাজুরা ইউনিয়ন জামায়াতের আমির মোশারফ হোসেনকে বাড়ি থেকে মাইক্রোবাসে উঠিয়ে তুলে নিয়ে দুর্বৃত্তরা গাড়ি থেকে নামিয়ে রড দিয়ে পিটিয়ে তার দুই হাত ও দুই পা ভেঙে দিয়ে ফেলে রেখে চলে যায়। গত ৩ নভেম্বর রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানাকে মাইক্রেবাসে উঠিয়ে নিয়ে হাত-পায়ের রগ কেটে ও মারধর করে ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম সময়ের আলোকে বলেন, হেলমেট বাহিনীর একাধিক ঘটনার কথা আমরা শুনেছি। এ বিষয়ে মামলাও হয়েছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com