প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৩:০৯ এএম (ভিজিট : ১৬০)
ওয়ানডে বিশ্বকাপ শেষ। ভিন্ন ফরম্যাটে আবারও মাঠে নামছে দুই ফাইনালিস্ট। আগামী পরশু থেকে মাঠে গড়াচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গত রোববার ভারতকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। দুদলের লক্ষ্য এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২০২৪ সালে শর্টার ফরম্যাটের আসরটি।
এদিকে সিরিজের জন্য সোমবার পর্যন্ত দল ঘোষণা করেনি ভারত। জানা গেছে, বেশ কয়েকজন ক্রিকেটার বিশ্রামে থাকতে পারেন এবং সূর্যকুমার যাদবকে দেওয়া হতে পারে অধিনায়কের দায়িত্ব। এদিকে আগেই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অজিদের নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। বিশ্বকাপ শেষে দেশে ফিরে যাবেন ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, পেসার মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউড। তবে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ এবং অ্যাডাম জাম্পাকে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে। নতুন করে ভারতের দলের সঙ্গে যোগ দেবেন ম্যাট শর্ট, টিম ডেভিড, জেসন বেহরেনডর্ফ, সিন অ্যাবট, নাথান এলিস, স্পেন্সার জনসন এবং তানভীর সাঙ্গা।
ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে আগামী ২৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। ২৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচের ভেন্যু ত্রিভান্দরামে। এরপর ২৮ ডিসেম্বর গোয়াহাটিতে তৃতীয়, ১ ডিসেম্বর রায়পুরে চতুর্থ এবং ৩ ডিসেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচটি।
সময়ের আলো/জেডআই