প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৩:২৫ এএম (ভিজিট : ১৯৬)
দক্ষিণি সিনেমার পরিচিত অভিনেত্রী তৃষা কৃষ্ণন। বলিউডে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি লোকেশ কনগরাজ পরিচালিত ‘লিও’ ছবিতে বিজয়ের বিপরীতে দেখা গেছে তৃষাকে। একই ছবিতে অভিনয় করেছেন মনসুর আলি খান। সম্প্রতি এক অনুষ্ঠানে মনসুর জানান, একই ছবিতে অভিনয় করলেও তৃষার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার সুযোগ না পেয়ে কিছুটা হতাশ তিনি।
এ কথা বলতে গিয়ে মনসুর বলেন, ‘আমি যখন জানতে পেরেছিলাম, তৃষার সঙ্গে একই ছবিতে অভিনয় করছি, তখন ভেবেছিলাম তার সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। এর আগের সব ছবিতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। আমি ভেবেছিলাম, তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব। কিন্তু এই ছবিতে তো তার সঙ্গে আমার দেখা পর্যন্ত হয়নি!’
মনসুরের এমন বক্তব্য ভাইরাল হওয়ার পরই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। মনসুরের এমন কথায় দারুণ চটেছেন তৃষা। সামাজিক মাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘একটা ভিডিও আমার নজরে এসেছে, যেখানে মনসুর আলি খান আমাকে নিয়ে অশালীন কিছু কথা বলেছেন। এমন আচরণের প্রতিবাদ তো জানাচ্ছি বটেই, পাশাপাশি আমি মনে করি আমি সৌভাগ্যবতী যে, তার মতো অভিনেতার সঙ্গে আমাকে অভিনয় করতে হয়নি। ভবিষ্যতেও কখনো সেই দিন আসবে না।’
তৃষা সাফ জানিয়ে দেন, কোনো দিন মনসুরের সঙ্গে তিনি কাজ করবেন না। তবে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন মনসুর নিজেও। তার দাবি, তার ছবি মুক্তির আগে ইচ্ছাকৃতভাবে এমন অপপ্রচার করা হচ্ছে। অভিনেতা আরও জানিয়েছেন, শুধু মজা করেই নাকি ওই কথা বলেছিলেন তিনি।
সময়ের আলো/জেডআই