প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৩:২৮ এএম (ভিজিট : ৪৭৪)
আগামী ২৪ নভেম্বর সরকারি অনুদানের সিনেমা ‘শ্যামা কাব্য’ মুক্তি পাওয়ার কথা ছিল। এ উপলক্ষে সিনেমার পুরো টিম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কিন্তু হঠাৎই সিনেমাটির মুক্তি স্থগিত ঘোষণা করা হয়েছে।
‘শ্যামা কাব্য’ সিনেমার অফিশিয়াল পেজ থেকে জানানো হয়, বর্তমান সামাজিক অবস্থা এবং পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের সিনেমা ‘শ্যামা কাব্য’ এর রিলিজ ডেট পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি সবাই সঙ্গে থাকবেন।
সামনে কবে রিলিজ দেওয়া হবে সে ডেট এখনও নির্ধারিত হয়নি। ছবির নির্মাতা বদরুল আনাম সৌদ জানান, ২৪ নভেম্বর ‘শ্যামা কাব্য’ সিনেমাটি মুক্তির কথা ছিল, কিন্তু আমরা এ সিদ্ধান্ত থেকে সরে এসেছি। কারণ হরতাল-অবরোধ চলছে। যদিও মানুষ বের হচ্ছে, কাজের প্রয়োজনে বের হতেই হচ্ছে, আবার একই সঙ্গে কিছু নাশকতাও চলছে। এই নাশকতার কারণে কাউকে আমরা হলে আসার আহ্বান জানাতে পারছি না। কারণ কারও প্রাণের বা ক্ষতির দায় আমরা নিতে পারছি না। এ কারণেই আমরা নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি দিতে পারছি না, পরবর্তী তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।
‘শ্যামা কাব্য’ সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি। সিনেমার কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, একে আজাদ সেতু প্রমুখ।
সময়ের আলো/জেডআই