ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

যাদের সঙ্গে প্রেমে জড়িয়েছেন তানজিন তিশা!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১:৫৬ পিএম  (ভিজিট : ৫৭৮৮)
গত কয়েকদিন ধরে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত ইস্যু নিয়ে উত্তাল মিডিয়া জগত। জানা গেছে তিনি একটি নয় একাধিক প্রেমে জড়িয়েছেন নানা সময়ে। তবে কোনটিই টিকেনি। 

হাবিব ওয়াহিদের সঙ্গে : প্রায় ছয় বছর আগে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের মধ্যে প্রেমে জড়িয়ে ছিলেন তানজিন তিশা। মিডিয়া পাড়ার সকলেই জানেন তাদের প্রেমের খবর। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন।

২০১৭ সালের শেষের দিকে তিশা একটি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘আমার আর হাবিবের মধ্যে কোনো সম্পর্ক নেই, ভেঙে গেছে সব। অনেক আগেই আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে, এখনো প্রতি মুহূর্ত মিথ্যার সঙ্গে বসবাস করছি। বন্ধু, পরিবার, আত্মীয়স্বজন, সহশিল্পী, এমনকি ভক্তদের কাছেও হাবিবের প্রসঙ্গ নিয়ে অপদস্থ হচ্ছি, বিব্রত হচ্ছি। তাই এখন বিষয়টি পরিষ্কার হওয়া দরকার বলে মনে করছি।’

হাবিব ওয়াহিদের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী আরও বলেছিলেন, ‘হাবিব নিজ থেকেই আমাকে ভালবেসেছিল, আবার নিজ থেকেই কোনো কারণ না বলে সম্পর্ক ছিন্ন করেছে। কি কারণে সম্পর্ক ছিন্ন করেছে, তার কোনো জবাব পাইনি।’

আফরান নিশোর সঙ্গে : চার বছর আগে অভিনেতা আফরান নিশোর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন তিশা। তাদের প্রেমের খবরও কারও অজানা নয়। চার বছর আগে তারা অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছিলেন নাটকের শুটিংয়ে। সিডনিতে যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন আরও চাউর হয়ে উঠেছিল। শুটিংয়ের বাইরেও নিশো ও তিশাকে একান্তে সময় কাটাতে দেখা যাওয়ার খবরও সেসময় জানিয়েছিল প্রত্যক্ষদর্শীরা।

জাবিন ইকবাল জাহিনের সঙ্গে : আফরান নিশোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন কাটতে না কাটতেই আবার প্রেমে জড়ান এই অভিনেত্রী জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে। জাহিনের সঙ্গে কোন এক ফ্যাশন শোতে তিশার পরিচয় হয়েছিল বলেই জানা যায়। এরপর দুজনের প্রেমের গুঞ্জন শোনা যায়। অবশ্য তিশা খোলাখুলিভাবে সে খবর কাউকে দেননি। তাদের একসঙ্গে বেশ কিছু ছবি পাওয়া গিয়েছিল। তিশার সেই প্রেমের ব্যাপারে পারিবারিকভাবেও সায় ছিল বলে জানা যায়। এমনকি তাদের বিয়ের কথাও শোনা গিয়েছিল সেসময়। তবে সেই সম্পর্কও বেশি দিন টেকেনি।

সংগীতশিল্পী ইমরানের সঙ্গে : সংগীতশিল্পী ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জনে পড়েছিলেন তিশা। শোনা যায়, তারা চুপি চুটিপ চুটিয়ে প্রেম করছেন। কিন্তু মিডিয়া পাড়ায় তার অবশ্য তেমন কোন প্রমাণ মেলেনি।

মুশফিক আর ফারহানের সঙ্গে : সর্বশেষ এই অভিনেত্রী এই সময়ের অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মিডিয়া পাড়ায় ভাসছে। আর এটাকে কেন্দ্র করেই নতুন করে তাকে নিয়ে ঘটনার সূত্রপাত। ঘটনার শুরু ১৫ নভেম্বর সন্ধ্যায়। ওইদিন তিশা তার ফেসবুকে অভিনেতা মুশফিক আর ফারহান ও নিজের একটি অন্তরঙ্গ ভিডিও পোস্ট করেন। তবে কিছুক্ষণ পরেই অজানা কারণে তা ডিলেট করে দেন। তবে আপলোড করা সে ভিডিও তিশা ডিলেট করলেও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর ওই ভিডিও থেকেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে তিশা-ফারহানের প্রেমের গুঞ্জন।

বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, ভাইরাল ওই ভিডিও নিজের ফেসবুক পেজ থেকে ডিলেটের পর তিশা তার নিজের বাসা রাজারবাগ থেকে ফারহানের উত্তরার বাসায় যান। তারপর সেখান থেকে নিজের বাসায় ফিরে ওইদিন রাতেই স্লিপিং পিলের ডোজ বেশি খেয়ে নেন অভিনেত্রী।

স্লিপিং পিলের ডোজ বেশি খাওয়ার ফলে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তিশাকে তার পরিবার প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতাল বিষয়টি সুইসাইড কেস মনে করায় সেখান থেকে অভিনেত্রীকে দ্রুত স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ১৬ নভেম্বর বিকেল ৪টায় অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো এক বার্তার মাধ্যমে জানা যায়, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিশা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com