প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ২:২৬ এএম (ভিজিট : ৯৫২)
খাবার খাওয়ার সময় নির্বাচনে একটু ভুল দেহে অনেক পার্থক্য তৈরি করে। খাবারের সঠিক সময় তাই জেনে রাখা এবং সে অনুযায়ী খাওয়া অনেক জরুরি। বিশেষজ্ঞরা বলেন, ছোট-বড় পরিমাণ মিলিয়ে দিনে মোট ছয়বার খাবার খাওয়া উচিত। বিশেষজ্ঞদের মতামত নিয়ে গণমাধ্যম জানিয়েছে বড় খাবারের সময় নির্ধারণের কিছু পরামর্শ।
সকালের নাশতা
ঘুম থেকে ওঠার ৩০ মিনিট পর সকালের নাশতা করুন।
নাশতা করার আদর্শ সময় হলো সকাল ৭টা। সকাল ১০টার মধ্যে সকালের খাবার শেষ করুন। এর বেশি দেরি যেন কখনোই না হয়। সকালের নাশতায় যেন প্রোটিন থাকে, এ বিষয়টি নিশ্চিত করুন।
দুপুরের খাবার
সাধারণত দুপুরের খাবারের আদর্শ সময় ১২টা ৪৫। বিশেষজ্ঞরা বলেন, সকালের বড় খাবার এবং দুপুরের বড় খাবারের মধ্যে ৪ ঘণ্টা পার্থক্য রাখুন। বিকাল ৪টার আগে অবশ্যই খাবার শেষ করতে হবে।
রাতের খাবার
রাতের খাবারের আদর্শ সময় হলো সন্ধ্যা ৭টা। ঘুমের অন্তত ৩ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে ফেলা উচিত। রাত ১০টার আগে অবশ্যই রাতের খাবার শেষ করতে হবে। ঘুমানোর একেবারে আগে আগে খাবার খেলে এটি দেহে খারাপ প্রভাব ফেলে।
ব্যায়ামের খাবার
খালি পেটে কখনোই ব্যায়াম করতে যাবেন না। ব্যায়ামের আগে চিকেন স্যান্ডউইচ, গমের রুটি, ভাজা ডিম ইত্যাদি খেতে পারেন।
সময়ের আলো/আরএস/