প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:০২ এএম (ভিজিট : ৭০৪)
জনপ্রিয় ফ্যাশন হাউস ইজি পুরুষদের এক্সক্লুসিভ কালেকশনে সবসময় এগিয়ে। তারই ধারাবাহিকতায় এই শীতে ছেলেদের জন্য ইজি সেজেছে শীত সম্ভারে। দেশব্যাপী ইজির সবকটি আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন কালেকশন।
এবারের বিশেষ আয়োজনে রয়েছে রকমারি ফুল হাতা টি-শার্ট। ইজির শীত পোশাকের মধ্যে আরও রয়েছে-ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, কোট, হুডি, ফুলসিøভ টি-শার্ট ইত্যাদি। আর এর বাইরে নিয়মিত সব সংগ্রহতো থাকছেই। ইজির পোশাকগুলোর রং ও ফেব্রিকে রয়েছে বৈচিত্র্য। মূলত তরুণ-তরুণীদের কাছে ইজির পোশাকের রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। ইজির পোশাকের বিশেষত্ব হচ্ছে এগুলো সবার ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।
ঢাকাসহ সারা দেশে পাওয়া যাবে নান্দনিক সব বাহারি ডিজাইনের পোশাক। দেশের সব ইজির শোরুমে মিলছে শীতের এ বিশেষ আয়োজন। সব আউটলেটেও পাওয়া যাচ্ছে ইজির পোশাক।
সময়ের আলো/আরএস/