ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

রাবির সমকাল নাট্যচক্রের নেতৃত্বে হাদী-সানজিদ
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৫:৩৪ পিএম  (ভিজিট : ৬৪৭)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্য সংগঠন সমকাল নাট্যচক্রের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের  এম এ হাদীকে সভাপতি এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সানজিদ সালডিকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সমকাল নাট্যচক্রের নিজস্ব মহড়া কক্ষে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আউয়াল হোসেন আশিক,সাংগঠনিক সম্পাদক আফসাবা মাহাজাবিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ফেরদৌস,সহ-সাংগঠনিক সম্পাদক সোলাইমান গাজী,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শিউলি দেবনাথ,দপ্তর সম্পাদক কিটু তনচংগ্যা,শিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক এলেন আশরাফী।

উল্লেখ্য,১৯৮১ সালের ২৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু সমকাল নাট্যচক্রের। শ্যামল ভাদুড়ীর তথাপি সূর্য আসে নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে সমকালের নাট্যচর্চা শুরু। ‘নাটক শাণিত হচ্ছে, শোষকেরা সাবধান’ এই স্লোগানকে সামনে রেখে বিগত ৪২ বছর ধরে রাবি ক্যাম্পাসে নাট্যচর্চা করে যাচ্ছে এই সংগঠনটি।

সময়ের আলো/এম




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close