প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৬:৪২ এএম (ভিজিট : ১০৩২)
দক্ষিণ চট্টগ্রামের (পটিয়া-১২) আসন ছাড়া বাকি সব আসনেই পুরোনোতে আস্থা রেখেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। সেই হিসেবে চট্টগ্রাম (চন্দনাইশ-১৪) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী তৃতীয়বারের মতো নৌকা পেয়েছেন।
তবে তার নৌকার কাঁটা হতে পারে তিনবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। পদত্যাগ করা এই উপজেলা চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কমিটির সদস্য।
স্থানীয় দলীয় একটি সূত্র বলেছে মনোনয়ন চেয়ে ‘ব্যর্থ’ হয়ে দলের ‘ইশারাতেই’ স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই উপজেলা চেয়ারম্যান। এদিকে তার পদত্যাগের পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগোষ্ঠীর মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে, শেষ পর্যন্ত এই উপজেলা চেয়ারম্যান নির্বাচন করলে কে জিতবে নজরুলের নৌকা, নাকি জব্বারের জনপ্রিয়তা।
সময়ের আলো/জেডআই