প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৩:১৫ পিএম আপডেট: ২৮.১১.২০২৩ ৭:৪৩ পিএম (ভিজিট : ৪৫৯)
জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল প্রায়ভেটকার মুখোমুখি সংঘর্ষে কাওসার সরকার (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শেখ রিফাত (১৮) নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জয়পুরহাট-মোলামগাড়ি সড়কের কালাই উপজেলার হলদিবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কাউছার কালাই উপজেলার করিমপুর গ্রামের খাতেম আলী সরকারের ছেলে। আহত রিফাত একইগ্রামের চঞ্চল হোসেনের ছেলে।
(ওসি) ওয়াসিম আল বারি জানান, নিহত কাউছার মোলামগাড়ি থেকে রিফাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হলদিবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে চালক কাউছার এবং আরোহী রিফাতকে গুরুতর আহত অবস্থায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক কাউছারকে মৃত ঘোষনা করেন। আর আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।