প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ২:০২ এএম (ভিজিট : ৫৪৬)
পানির ট্যাঙ্কে বা হাউস যদি ১০০ বর্গ হাতের বেশি হয় অথবা যদি এমন হয় যে, পানি একদিক দিয়ে প্রবেশ করে অন্যদিক দিয়ে বের হয়ে যায়, মানে প্রবাহিত ট্যাঙ্ক বা হাউস, তা হলে তাতে নাপাক বস্তু পড়লে পানির রং, স্বাদ ও গন্ধ পরিবর্তন না হওয়া পর্যন্ত পানি নাপাক হবে না। তবে যদি পানির বং, স্বাদ ও গন্ধে পরিবর্তন আসে তা হলে পানি নাপাক হয়ে যাবে। সে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না।
ট্যাঙ্ক বা হাউসের সব পানি বের করে পরিষ্কার করতে হবে। আর যদি ট্যাঙ্কের আয়তন ১০০ বর্গ হাতের চেয়ে ছোট হয় এবং পানি একদিক দিয়ে প্রবেশ করে অন্যদিক দিয়ে বের হওয়ার ব্যবস্থা না থাকে তা হলে নাপাক জিনিস পড়লে সঙ্গে সঙ্গে ট্যাঙ্কের সব পানি নাপাক হয়ে যাবে। সে পানি দিয়ে ওজু-গোসল কিছুই করা বৈধ হবে না। এ ক্ষেত্রে ট্যাঙ্কের পানি পাক-পবিত্র করার দুটি পদ্ধতি রয়েছে। ১. ট্যাঙ্কের ভেতরের সব পানি বের করে ফেলা। ২. পাইপ বা নলের মাধ্যমে পানি প্রবাহিত করে দেওয়া। এভাবে সব নাপাক পানি বের করে ফেলতে হবে। (ফাতওয়া শামি : ১/১৯৫; আহসানুল ফাতওয়া : ২/৪৯; আলাতে জাদিদা কি শারঈ আহকাম : ১৯৬)