প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৭:৩১ পিএম (ভিজিট : ৩৬৮)
নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মীকে দুই বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ে এক ধারায় তাদের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ধারায় দুই বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
দণ্ডিত আসামিদের মধ্যে রয়েছেন- আব্দুস সালাম সরকার, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইমরান হোসেন, সৈয়দ ইমরান আহমেদ, মোহাম্মদ গোলাম মোস্তফা হৃদয়, আলাউদ্দিন, মনির হোসেন ভূঁইয়া, মোহাম্মদ খোকন মিয়া। এ ছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে উত্তরা-পূর্ব থানায় মামলাটি দায়ের করা হয়।
সময়ের আলো/জেডআই