প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৮:০১ পিএম (ভিজিট : ৩১৪)
দেশের বাজার স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকায় দাঁড়িয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে স্বর্ণের রেকর্ড দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।
বুধবার (২৯ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৯২৯ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৪১ টাকা। স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
সময়ের আলো/জেডআই