প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৮:৫০ পিএম (ভিজিট : ৬৭০)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালমান এফ রহমান দুই উপজেলায় পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমানের হাতে মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়ন দাখিলের সময় সাথে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।
দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের আলমের হাতে মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়ন দাখিলের সময় সাথে ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন প্রমুখ।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ সিদ্ধান্ত নেবেন। আশাকরি তারা উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবেন।
মনোনয়ন দাখিল করার সময়ে দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেতাকে বরণ করতে সমবেত হন।
সময়ের আলো/আরআই