মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় প্রতি বছর সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। এখানে সমাগম ঘটে ফকির লালন ভক্তদের। আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পদ্মহেমের ১৯তম সাধুসঙ্গ।
বিষয়টি নিশ্চিত করেছেন এই ধামের সভাপতি কবির হোসেন।
তিনি জানান, শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৩ টায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মাধ্যমে সঙ্গ শুরু হবে। চলবে রাত ২টা পর্যন্ত।
এবারের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অভিনেত্রী শবনম ফারিয়া। এছাড়া প্রধান অতিথি থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন। বিশেষ অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক প্রমুখ।
নদীর ধারে খোলা মাঠে লালন বাণী শুনতে দেশের নানান প্রান্তের লালন ভক্তরা হাজির হন এখানে। এই সাধুসঙ্গে লালন বাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাঁইসহ অনেকে। আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সিটি ব্যাংক।
পদ্মহেমের সভাপতি কবির হোসেন বলেন, আমরা ১৯ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি মূলত লালন সাঁইজির বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যেন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি আমরা। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনও ভেদাভেদ।