ই-পেপার শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪

এবার শাহজাহান ওমরকে নিয়ে গুঞ্জন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১২:৪৩ এএম  (ভিজিট : ৮১৪)
২৫ দিন পর কারাগার থেকে বুধবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই নির্বাচনে তার অংশ নেওয়ার বিষয়ে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও বিএনপি সরকারের সাবেক আইন প্রতিমন্ত্রী এমন গুঞ্জন নাকচ করেছেন।

এর আগে গুঞ্জন ছিল নিবন্ধিত নতুন দল বিএনএমে যোগ দিয়ে নির্বাচনে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল পর্যন্ত তিনি কোনো ঘোষণা দেননি। 

আরেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার ওমর তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে যাচ্ছেন বলে রাজনৈতিক মহলে চাউর হয়েছে৷ ২৮ অক্টোবরের ঘটনায় গ্রেফতার নেতাদের মধ্যে তিনিই সবার আগে মুক্তি পেয়েছেন। 
বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ব্যাপক চাপ আছে। এখনও সময় আছে। এখনও আমি নির্বাচনে না যাওয়ার পক্ষে। আর তৃণমূল বিএনপিতে যাওয়ার প্রশ্নই আসে না। আমি নিজে দল করলেও এদের চেয়ে বড় হতো।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসন থেকে ধানের শীষের হয়ে একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেন ব্যারিস্টার এম শাহজাহান ওমর।বিএনপি নির্বাচনে যেতে চায়, এমন দাবি করে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নির্বাচনের বিষয়ে আমার কথা হয়েছে। ফখরুল সাহেব বলেছেন-"আমরা নির্বাচনে যাবো তিন শর্তে। এক- খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, দুই- সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে।

এখনও কি বিএনপির নির্বাচনে যাওয়ার পরিবেশ বা সময় আছে? এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, এখনও সময় আছে বলে আমি মনে করি। একই সঙ্গে কমিশন তফসিল পেছাবে বলে আমি বিশ্বাস করি।

এর আগে বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় বুধবার দুপুরে জামিন পান তিনি। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাকে জামিন দেন। সন্ধ্যা ৬টার দিকে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ওমর।

উল্লেখ্য, ৪ নভেম্বর ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় বাসচালক নিউমার্কেট থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ৫ নভেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নানা সময় দলের ভেতরে কর্মপন্থা নিয়ে বক্তব্য নিয়ে আলোচনায় আসেন ব্যারিস্টার ওমর। ১৫ অক্টোবর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির জন্য অবতার হয়ে এসেছেন।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close