ই-পেপার শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

নিজের ঢোল পেটাচ্ছেন অপু বিশ্বাস
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১:০৩ এএম  (ভিজিট : ৪৬৯)
হাতে সিনেমার কাজ না থাকলেও মঞ্চ প্রোগ্রাম, শোরুম উদ্বোধন, ফটোশুটের কাজ নিয়েই সময় কাটছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। মাঝেমধ্যে ব্যক্তিগত জীবন ও বির্তকিত মন্তব্য করে আলোচনায় থাকছেন তিনি। এবার মিথ্যাচার করে খবরে এলেন অপু। সম্প্রতি ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সত্যকে লুকিয়ে বেশ কিছু বিষয়ে চরম মিথ্যা বলেছেন ঢালিউডের এই নায়িকা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে এই অপু বিশ্বাসই প্রথম যে বুঝিয়ে দিয়েছে নায়িকাদের সন্তান হওয়ার পরও ভালো ক্যারিয়ার হওয়া সম্ভব। একটা সময় বাংলাদেশে নায়িকাদের এমন ধারণা ছিল, মা হয়েছি বলব না, আমার সন্তান আছে বলব না, আমি বিবাহিত বলব না। কিন্তু আমার মনে হয়, সত্যিটা লুকিয়ে রাখা যায় না। অপু বিশ্বাস সেই চলতি ধারণা ভেঙেছে। মা হয়েছি, সবাইকে জানিয়েছি।’ অপু বিশ্বাসের এমন বক্তব্য হাস্যরসে রূপ নিয়েছে।
এর আগেও অনেক নায়িকা বিয়ের পর সন্তান নিয়ে ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করেছেন। বিয়ের পর সন্তান নিয়ে ক্যারিয়ারের সাফল্যের শীর্ষে অবস্থান করেছেন শাবানা। চিত্রনায়িকা মৌসুমী সংসার-সন্তান নিয়ে নিজের ক্যারিয়ারের সাফল্য ধরে রেখেছেন আজও। হালের ক্রেজ পরীমণিও সন্তান নিয়ে নতুন নতুন সিনেমায় কাজ করছেন। মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন। শাবানা, মৌসুমীসহ এই সময়ের অনেক নায়িকাই তো নিজেদের বিয়ে-সন্তানের বিষয় প্রকাশ্যে আনছেন। বরং অপু বিশ্বাসই বিয়ে-সন্তান নিয়ে দারুণ লুকোচুরি করেছেন। সবারই জানা, এই নায়িকা শাকিব খানের সঙ্গে প্রেম করে গোপনে বিয়ে করেন। প্রায় আট বছর সংসারের পর ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে এক টিভি চ্যানেলে হাজির হন এই নায়িকা। জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা। নানা নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে অপু-শাকিব।

সাক্ষাৎকারে অপু দাবি করেন, ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত কোনো নায়িকাকে ঢুকতে দেননি তিনি। ওই সময়ে বাংলাদেশে আর কোনো নায়িকাকে তার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে দেখা যায়নি। কিন্তু ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত অনেক নায়িকার নিজেকে প্রমাণ করেছেন। ওই সময়ে নিজেকে সেরা অভিনেত্রী হিসেবে মনে করলেও ভাগ্যে জোটেনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে ডিঙিয়ে পুরস্কার জিতেছেন অন্য অভিনেত্রীরা অভিনেত্রীরা। এ ছাড়া ইয়ামিন হক ববি, মাহিয়া মাহি, পরীমণি, বিদ্যা সিনহা মীম অভিনয়ে প্রশংসিত হয়েছেন।

সাক্ষাৎকারের এক প্রশ্নের জবাবে বুবলী প্রসঙ্গে কথা বললে অলক্ষ্মী হতে পারে এমন মন্তব্যও করেন অপু।

সময়ের আলো/আরএস/






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close