প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৩:০০ এএম (ভিজিট : ৩৫৮)
জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান জিএম কাদের কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দেনদরবার দফায় দফায় বৈঠক এমনকি তৃতীয় পক্ষের হস্তক্ষেপেও হচ্ছে না সমাধান। বুধবার রাত ৯টা পর্যন্ত রওশন এরাশাদের পক্ষ থেকে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
রাতে জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম সময়ের আলোকে জানান, পার্টি থেকে আমাকে প্রথমে বুধবার বিকাল ৫টায় থাকতে বলা হয়। এরপর রাত সাড়ে ৮টা পর্যন্ত থাকার কথা বলেন মহাসচিব। এর মধ্যে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের কেউ মনোনয়ন নিতে আসেননি। বৃহস্পতিবার সকালেও চাইলে নিতে পারবে। এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি রওশন এরশাদ ও ছেলে সাদ এরশাদের।
পরে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ সময়ের আলোকে বলেন, সমঝোতার যে কথা চলছিল তাও সফল হয়নি। জিএম কাদের যেভাবে ৩টি সিট দিতে চাচ্ছেন তা দিয়ে তো হবে না। তারা এ ৩টি সিট দিতে চাইলেও সাদ এরশাদের সিট নিয়েও টালবাহানা করছে। তিনি জানান, রওশন এরশাদ নির্বাচনে যাচ্ছেন না। রওশন এরশাদ অনুসারী নেতাদের ছাড়া তিনি নির্বাচনে অংশ নেবেন না। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত রয়েছে। তাদের প্রায় ১০০ জন মনোনয়নপ্রত্যাশী আছেন। তাদের যদি মূল্যায়ন করা না হয়, তা হলে রওশন এরশাদ নির্বাচনে যাবেন না। কারও দয়া ও দানের ৩টি আসন নিয়ে রওশন এরশাদ নির্বাচন করবেন না।
এদিকে গত কয়েক দিনে রওশন এরশাদের গুলশানের বাসায় জিএম কাদেরের একাধিক বৈঠক হয়। সেখানে সরকারের একজন পদস্থ কর্মকর্তা মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তারপরও দুই নেতার বিরোধের সুরাহা হয়নি।
রওশন এরশাদ মনোনয়নের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে গুলশানের বাসায় তার অনুসারীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে রওশন এরশাদ, সাদ এরশাদ, মসিউর রহমান রাঙ্গা, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, মুখপাত্র কাজী মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
নির্বাচনের আগে দেবর-ভাবির মধ্যে সমঝোতা না হলে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও তার অনুসারীদের নির্বাচনের বাইরে থাকতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। উভয় পক্ষের নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন এর সঠিক ও কার্যকর সমাধান দিতে।
রওশন ও কাদেরের মধ্যে এতদিন চলা অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে সোমবার নির্বাচনে জাপার প্রার্থী তালিকা ঘোষণার পর। সেখানে বিরোধীদলীয় নেত্রীর নাম না থাকায় আলোচনা-সমালোচনা ডালপালা মেলছে। সাদ যে আসনের সংসদ সদস্য সেখানে আবার এরশাদের ভাই, দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে সাদ গণমাধ্যমে অভিযোগ করেন, তার আসনটি কিডন্যাপ করেছেন জিএম কাদের। তিনি ওই এলাকার লোকজনকে ধৈর্য ধরতে বলেছেন। জবাবে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সময়ের আলোকে বলেন, চেয়ারম্যান চাইলে যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন। জিএম কাদের ওই এলাকায় আগেও নির্বাচন করেছেন।
সময়ের আলো/আরএস/