প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৩:১০ এএম (ভিজিট : ৫০২)
আল্লাহর প্রতিটি বিধানেরই রয়েছে ফজিলত। শীতের কষ্ট সহ্য করে ওজু করার মধ্যেও রয়েছে বিশেষ ফজিলত। আরামের ঘুম ছেড়ে উঠে ওজুর মাধ্যমে মুমিন অর্জন করে বিশেষ প্রাপ্তি ও পুরস্কার।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আমি কি তোমাদের এমন আমলের কথা বলব না, যা করলে আল্লাহ বান্দার পাপরাশি মোচন করে দেবেন এবং বৃদ্ধি করে দেবেন মর্যাদা? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, জি বলুন হে রাসুলাল্লাহ! তিনি বললেন, অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওজু করা। বেশি বেশি মসজিদে যাওয়া।
এক সালাতের পর আরেক সালাতের জন্য প্রতীক্ষা করা। এ কাজগুলোই হলো রিবাত’ (মুসলিম : ৪৭৫)। প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম নববী (রহ.) উক্ত হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ‘অসুবিধা ও কষ্ট সত্ত্বেও ওজু করা’-এর উদ্দেশ্য হলো প্রচণ্ড শীতে ও অসুস্থতা অবস্থায় ওজুর সব মুস্তাহাব ও সুন্নতের প্রতি লক্ষ রেখে ওজু করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শীতের ওজু নেয়ামত হিসেবে গ্রহণ করার তওফিক দান করুন।
সময়ের আলো/আরএস/