ই-পেপার সোমবার ৪ নভেম্বর ২০২৪
সোমবার ৪ নভেম্বর ২০২৪

জলবায়ু সম্মেলনকে প্রহসনের সম্মেলনে পরিণত করা হচ্ছে: টিআইবি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৭:৩৭ এএম  (ভিজিট : ৫৩৮)
সংযুক্ত আরব অমিরাতে শুরু হতে যাওয়া কপ-২৮ (জলবায়ু সম্মেলন) “প্রহসনের সম্মেলন”-এ পরিণত করা হচ্ছে  বলে মন্তব্য করে গভীর উদ্বেগ প্রকাশ  করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী উন্নত ও ধনী দেশগুলোর অনেকের জীবাশ্ম জ্বালানি খাতে অব্যাহত আগ্রাসী বিনিয়োগ এবং কপ-২৮ জলবায়ু সম্মেলনের আড়ালে প্রভাবশালী জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানের অনৈতিক কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। এবারের সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস করে এবং এ খাতে বিনিয়োগ ও ব্যবসার প্রসারের পথ পরিহার করে প্রস্তাবিত ক্ষয়-ক্ষতি (লস এন্ড ড্যামেজ) তহবিলের আনুষ্ঠানিক যাত্রা,  অভিযোজন ও প্রশমন অর্থায়নসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলোর সর্বোচ্চ প্রাধান্য নিশ্চিত করতে সংস্থাটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, নির্ভরযোগ্য কয়েকটি প্রতিবেদন থেকে দেখা যায়, যুক্তরাজ্য প্রতিবছর তেল ও গ্যাস খাতে কাজ করার জন্য নতুন লাইসেন্স প্রদানের ঘোষণা দিয়েছে। আবার তেল-গ্যাস খাতের বিনিয়োগকারীদের মধ্যে প্রধান দেশ মার্কিন যুক্তরাষ্ট্র জলবায়ু সংকটের সকল বৈজ্ঞানিক বার্তা উপেক্ষা করে ২০২৩ সালে প্রতিদিন রেকর্ড ১২.৯ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনের পরিকল্পনা করেছে।  এদিকে, জীবাশ্ম খাতে উন্নত দেশগুলো  বিনিয়োগ আগের তুলনায় ব্যাপক বৃদ্ধি করেছে। অন্যদিকে ২০২২ সালে জ্বালানি খাতের বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো রেকর্ড পরিমাণ ৪ ট্রিলিয়ন ডলার মুনাফা করেছে।  কয়লার ব্যবহার কমানোর ঘোষণা দেওয়া দেশগুলোর অর্ধেকই কয়লার ব্যবহার বাড়িয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রই ১৪ শতাংশ বাড়িয়েছে।  

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন হ্রাস, কয়লার ব্যবহার বন্ধ এবং ক্ষতিগ্রস্ত দেশের জন্য প্রতিশ্রুত অভিযোজন এবং প্রশমন তহবিল সরবরাহে উন্নত দেশগুলো শুধু ব্যর্থই হয়নি, উল্টো জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি অভূতপূর্ব মাত্রায় অব্যাহত রেখেছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক সমস্ত জ্ঞানকে উপেক্ষা করে উন্নতদেশের এমন অপরিণামদর্শী অবস্থান জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং তাদের কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারের পরিপন্থী।’

বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত “লস এন্ড ড্যামেজ” তহবিলে উন্নত দেশগুলো ক্ষতিপূরণ প্রদানের দায় এড়াতে চাচ্ছে এবং জলবায়ু সম্মেলনকে নিজেদের ব্যবসার মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাচ্ছে যা শুধু অগ্রহণযোগ্য এবং অনৈতিকই নয়, প্যারিস জলবায়ু চুক্তিবিরোধী। অর্থায়নসহ সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, সম্মেলনে স্বার্থের দ্বন্দ্ব-সংশ্লিষ্টদের অংশগ্রহণ বাতিল, জ্বালানি খাতের লবিস্ট ও প্রভাবশালীদের অনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ সম্মেলনের কার্যক্রমে স্বচ্ছতা, শুদ্ধাচার এবং জবাবদিহিতা নিশ্চিতে বাংলাদেশসহ আলোচনায় অংশগ্রহণকারী ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রতিনিধিদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close