সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ টেকনিক্যাল প্রফেশনাল অর্গানাইজেশন IEEE (ইনস্টিটিউট অভ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০তম এই আসর ৯-১০ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংককে চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়।
৬০টির অধিক দেশ অংশগ্রহণ করা এই প্রতিযোগিতায় বুয়েট থেকে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলে ছিলেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অঙ্কন দেব, আসিফ ইসলাম, মায়িশা হক, এবং শেখ ইফতেখার আহমেদ।
তিন মাসের প্রজেক্ট তৈরিতে সুপারভাইজার ছিলেন বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. সিলিয়া শাহনাজ এবং ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। এছাড়াও প্রজেক্টে সাহায্য সহযোগিতা করেন ডিপার্টমেন্টের সিনিয়র এবং অ্যালামনাই।
বহির্বিশ্বে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রোবোটিক্সের এই অর্জনের জন্যে অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।