প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:১৯ পিএম (ভিজিট : ৫১০)
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক ফয়সাল খান। আগামী দুই বছর (২০২৪-২৫) এই কমিটি দায়িত্ব পালন করবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচার রেস্টুরেন্টে দ্বিবার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি নিউএজের নিজস্ব প্রতিবেদক রাশেদ আহমেদ, যুগ্ম-সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক হাসান ইমন, সাংগঠনিক সম্পাদক ডেইলি সানের নিজস্ব প্রতিবেদক রাশেদুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সারাবাংলা ডটনেটের স্টাফ করেসপন্ডেন্ট রাজনীন ফারজানা ও অন্যান্যরা।
সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সোহেল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী সভাপতি অমিতোষ পাল। এসময় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সকল সদস্য ও নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরআই