অসহায় ও দুস্থ মানুষের মানুষের মাঝে আড়াই হাজার কম্বল বিতরণ করেছেন সেনা পরিবার কল্যাণ সমিতির (সেপকস) পৃষ্ঠপোষক, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ।
বুধবার (২৭ ডিসেম্বর) শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কম্বল বিতরণ করেন। ভবিষ্যতে এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সেনা পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী শীতার্ত গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, কেন্দ্রীয় প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়ার সহধর্মিনী, সেপকস ঢাকা অঞ্চলের পরিচালনা পর্ষদের সকল সদস্যগণ, অফিসারগণ, অন্যান্য পদবির সেনাসদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আরআই